তড়িঘড়ি করে সব কিছুই
উল্টো দিকে দৌড়াতে লাগলো।
শিল্পীর সদ্য আঁকা ক্যানভাস
প্রিয় কবির লেখা ভর্তি খাতা
শিক্ষকের তুখোর লেকচার
বিদ্বানের ছুটে চলা কলম
ছড়ানো চেয়ার টেবিল।
আপনজন হারানোর আহাজারি
ওল্ড হোমের ক্লান্ত হুইল চেয়ার
নতুন জন্মকে সাদরে আমন্ত্রন
অসহায় বৃদ্ধার ভাঙ্গা চশমা
উৎসব মুখর আঙ্গিনা।
আকাশ-উঁচু পাহাড়-বহতা নদী
চঞ্চল বুটিদার খয়েরী হরিন
ভয়ংকর কুৎসিত সরীসৃপ
অতি আদুরে বিড়াল
রাস্তার নেড়ি কুকুর।
নেতা-অভিনেতার প্রতিশ্রুতিময় মঞ্চ
মিটিং-মিছিল-হরতাল-ময়দান
বিবিধ পক্ষের বাহারী সংলাপ
সৈনিকের ব্যস্ত রাইফেল
শহীদের টগবগে রক্ত।
সাদা মনের মানুষের আলোকিত পথ
ঝানু সাঁতারুর বাটারফ্লাই স্ট্রোক
ব্যাটসম্যানের বেপরোয়া ছক্কা
কৃষকের কষ্টার্জিত তৃপ্ত হাসি
ক্ষেতের সোনালী ফসল।
সুনামির ছোবলে আহত প্রকৃতি
নার্গিসের অবিরাম নাচানাচি
শয়তানের চকচকে প্রলোভন
কুখ্যাত সন্ত্রাসীর ক্রস ফায়ার
ইউনুসের নোবেল বিজয়।
অতি আধুনিক সভ্যতার দানবতা
বিজয়ের গৌরবান্বিত পতাকা
প্রতিশোধের অম্লান আগুন
অন্ধকারে গ্লানিময় বিষাদ
স্বপ্ন ভংগের সিক্যুয়েল...!
সব কিছু শুরুতে যেমন ছিল
অবিকল সেই রকম হয়ে গেল।
অসীম সমতলে দাঁড়িয়ে
আমি ভয়ে ভয়ে নিজেকেই শুধাই-
আচ্ছা, শিঙ্গায় ফুৎকার ক’বার পড়লো?
(একটা মৃত্যু সংবাদ শুনালাম। মনটা বিষন্ন তখন থেকেই। সেই চেতনার প্রকাশেই এই প্রয়াস...)
ছবিসূত্রঃ
Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৪