
আগামীকাল থেকে বের হচ্ছে দৈনিক কালের কন্ঠ। বসুন্ধরার মালিক শাহ আলম সাহেবের মনে হইল, তার তো সবই আছে, নিজের একটা পেপার থাকলে খারাপ হয় না। পরথম আলু তারে যেমনে ধোয়, উনারও তো গোস্বা হয়। উদোম পশ্চাদ্দেশ আড়াল করার জন্য উনারও তো কাপড় থুক্কু পেপার দরকার হয়। তাই আসতেছে কালের কণ্ঠ। আংশিক নয় , পুরো সত্য।
অ্যাডগুলা তো ভালই বানাইছেন। অন্ধের হাতি দর্শন নিয়া কাহিনী। আমাদের কোন হাইকোর্ট দেখাইবেন , সেইটা ক্যাডায় জানে।
শুনছি উনি নাকি সব বড় বড় বাঘা বাঘা সাংবাদিকদের প্রায় দ্বিগুণ বেতনে কালের কণ্ঠে জয়েন করিয়েছেন এবং গাড়ি দিয়েছেন উপহার হিসেবে। শাহ আলম সাহেব নাকি প্রায় ২০০ কোটি টাকা মাসিক বরাদ্দ রেখেছেন খালি এই পেপারটার জন্য। কই যেন শুনলাম, কাইলকা হকাররা কালের কণ্ঠ ছাড়া আর কোন পেপার বিক্রি করবে না। শুধু মাত্র কালের কণ্ঠ বিক্রি করলে প্রত্যেক হকারকে ৫০০০ টাকা করে দেয়া হবে।
আমি বেকার মানুষ। দুইমাস হইল ইঞ্জিনিয়ারিং পাস করছি, কিন্তু চাকরী-বাকরী পাই নাই এখনো। বাপ-মায়ে বাইরেও যাইতে দিবো না, এই নিয়া কাইলকা আম্মার লগে ব্যাপক ক্যাঁচাল করছি। ভাবতাছি কাইলকা কালের কণ্ঠ বেচার জন্য হকার হয়া যামু নাকি। আফটার অল , পাঁচ হাজার টাকা তো কম টাকা না, আমার মত বেকারের জন্য এইটা লাখ টাকা।
ছবি সৌজন্যঃ ফিউশন ফাইভ
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:১৬