সিকিউরিটির জন্যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের এন্টিভাইরাস বা ইন্টারনেট সল্যুশন ব্যবহার করি। উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ঘরনার ব্যবহারকারীদের জন্যে তেমনি একটি নির্ভরযোগ্য সিকিউরিটি সল্যুশনের নাম হল Avast!
Avast নামটা সুন্দর একটা Acronym থেকে এর ফসল এবং এটি অর্থবহ একটি সংক্ষিপ্ত নির্দেশক শব্দ। Anti-Virus - Advanced Set এর সংক্ষিপ্ত রূপ হল avast যাকে এভাবে বলা যায়- ভাইরাস প্রতিরক্ষার উন্নত সংস্করণ। বর্তমানে এর যে অফিসিয়াল লোগো টি রয়েছে তা হল একটি 'a' যার চারপাশ জুড়ে কমলা রং এর একটা বৃত্ত রয়েছে এবং বৃত্তের বাইরের দিকে এটি চারটি দিকে বিস্তৃত।
এর লোগোতেই বলা হয়েছে be free। সাধারণত সব এন্টিভাইরাস যখন এর জন্মলগ্ন সময়ে লাইসেন্স ক্রয় করে ব্যবহার করতে হত তখনই এর বিনামূল্যের একটি সংস্করণ বের হয় যার মধ্যে ঐসব পেইড এন্টি-ভাইরাসের প্রায় সকল Module বিদ্যমান ছিল।
এটি একটা পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা আপনার ব্যক্তিগত এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্যে। ভাইরাস স্ক্যানিং এবং রিয়েল টাইম প্রোটেকশন (File System Shield, Mail Shield, Web Shield, P2P Shield, IM Shield, Script Shield, Network Shield, Behavior Shield) এর পাশাপাশি আলাদা করে বলতে হলে এর যেই ফিচারটা অন্যতম তা হল এর Automatic Sandboxing ফিচার। এটি অপরিচিত এবং সন্দেহজনক সকল প্রোগামকে চালানোর সময় আগে একটা ভার্চুয়াল সিস্টেমে চালু করে দেখে নেয় যে এর দ্বারা সিস্টেম কোন ভাবে ঝুঁকিপূর্ণ অবস্থার সম্মুখীন হবে কি না। যদি কোন ঝুঁকিপূর্ণ অবস্থা বা সমস্যা পাওয়া না যায় তবে তা ব্যবহারকারীকে রিপোর্ট দেয় এবং পুনরায় স্বাভাবিক একসেস করতে দেয় সিস্টেমে। আর যদি কোন সমস্যা দেখা যায় তাও ব্যবহারকারীকে জানিয়ে দেয়।
বিনামূল্যের ভার্সনটাতে শুধুমাত্র ফাইল স্ক্যানার আর রিয়েল-টাইম প্রোটেকশনই নয় সাথে যুক্ত করেছে Anit-phishing, স্ক্রিপ্ট স্ক্যানিং এবং online tracking software সিস্টেম। সাথে এর Boot time Scanning সুবিধা, এর সাহায্যে আপনি সিস্টেম লোড হবার আগেই সিস্টেমে ইন্ট্রিগ্রেট কম্পোনেন্ট সহ সকল ফাইল স্ক্যান করতে পারবেন। আর যেসব ফাইল সাধারণত স্বাভাবিক ভাবে রিমুভ করা যায় না সিস্টেমে ইন্ট্রিগ্রেড থাকার দরুন তা ঐসময় রিমুভ করতে পারবেন।
এর আরেকটি সেবা হল Reputation-based file blocking সার্ভিস। এর সহায়তায় কোন সফটওয়্যার এবং বিভিন্ন সাইট গুলিকে তাদের সেবা এবং ব্যবহারকারীর ফিডব্যাকের সাহায্যে ব্লক করে রাখতে পারে। সাথে রয়েছে Software updater এবং Remote assistance এর সুবিধা। যার সহায়তায় আপনি আপনার অতি প্রয়োজনীয় সফটওয়্যার গুলির আপডেট ভার্সন বের হবার সাথে সাথে নোটিফিকেশন পাবেন। আর Remote assistance ব্যবহার করে আপনি আপনার Avast একাউন্ট ব্যবহার করে দূর থেকে আপনার নিজের বা আপনার বন্ধুর পিসিকে একসেস করতে পারবেন।
১৫ই অক্টোবর ২০১৩ তারিখে এর ৯ম সংস্করণ প্রকাশ করা হয়েছে। ব্যবহারকারীর চাহিদা অনুসারে এর ৪টি আলাদা আলাদা প্যাকেজ তৈরী করা হয়েছে। এগুলি হল-
Avast! Free Antivirus — freeware for personal, non-commercial use only
Avast! Pro Antivirus — shareware for both personal and commercial use
Avast! Internet Security — shareware for both personal and commercial use
Avast! Premier — shareware for both personal and commercial use
এর বর্তমান স্টাইলটা Windows 8 এর মত করে তৈরি করা হয়েছে। এই সংস্করণে নতুন করে যুক্ত করেছে Rescue Media Builder যার সাহায্যে আপনি আপনার ভাইরাস আক্রান্ত পিসিকে সিডি বা পেন ড্রাইভ থেকে Avast Antivirus এর Rescue সিস্টেম থেকে বুট করে স্ক্যানিং এবং ভাইরাস মুক্ত করার কাজ করতে পারবেন।
সাধারণত এটি ৩০ দিনের মেয়াদ সহ নেটে সব স্থান থেকে নিতে পারবেন। আর একটা রেজিস্ট্রেশন করে নিলে পূর্ণ ১ বছরের একটা লাইসেন্স পাবেন। ১বছরের লাইসেন্সের জন্যে আবেদন করতে এখানে দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯