মাননীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী যুদ্ধাপরাধী জামাতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লা ওরফে কাদের কসাই বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হয়েছে। তিনটিতে ১৫বছর জেল ২টিতে যাবজ্জীবন কারাদন্ড।
৭১'এর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পরও দীর্ঘ ৪২ বছর পর হেরে গেলাম।
এ রায়ে দেশবাসী চরম হতাশ। এ রায় মেনে নেয়ার মত নয়। ২নং অভিযোগ কবি মেহেরুন নেছা সহ সহপরিবার এবং সাংবাদিক খন্দকার আবু তালেব হত্যাকান্ড।
আবারো প্রমাণিত হল দেশে সাংবাদিক হত্যার সুষ্ঠবিচার হয়নি হবেও না।
একেই বলে পক্ষপাতদুষ্ট রায়।জামায়েত ইসলামীর আষ্ফালনের কাছে হেরে গেলাম।একই অপরাধে বাচ্চু রাজাকারের মৃত্যুদন্ড আর কাদের কসাইয়ের যাবজ্জীবন! এ রায়ের নিকট ভবিষৎ
আপিলের পর যাবজ্জীবন বাতিল করে ৫ বছরের কারাদন্ড, ভাল আচরণের কারণ দেখিয়ে ৬মাস কিংবা ১ বছর পর বাকী সাজা মওকুফ। এটাই এ রায়ের চরম নিয়তি................পরবর্তী মামলার রায় গুলো এখন অনুমেয়।
এ রায় কোন ভাবেই প্রত্যাশিত নয়।এরায়ে আবারো প্রতিফলিত হল জামায়েত দৃঢ় অবস্থান। আরও একবার আমরা জামায়াতকে সুউচ্চ আসনে বসালাম। হতাশা ব্যঞ্জক রায়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলছি, অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। লজ্জায় কাঁদে পারছিনা, বাঙ্গালী হিসেবে এরায়ে লজ্জায় মুখ লুকাবার জায়গা খুজে পাচ্ছিনা।
ধরিত্রী দ্বিধা হও তোমার কোলে আশ্রয় নেই।