প্রথম নর্তকী !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বহুকাল আগে রাজা-রাজরাদের আমল থেকেই নর্তকীদের প্রচলন শুরু । তারা রাজা-রাজরা ও তাদের অতিথিদের মনোরঞ্জন করত । কখন থেকে এর প্রচলন তার অবশ্য সঠিক ইতিহাস জানা নেই । তবে কোনোরকম নাচের মুদ্রা ছাড়া শরীর দেখানো খোলামেলা নাচের শুরুটা হয় মাতা হারি নামের একজন নর্তকীর মাধ্যমে ।
ডাচ মিলিটারি অফিসারের বউ মাতা হারি ১৯০৪ সালে তার স্বামীকে ত্যাগ করে নিজের নাম বদলে প্যারিসে চলে আসেন । তার আসল নাম ছিল মার্গারেথা গিয়ারট্রুইডা জেল ।
প্যারিসে গিয়ে তিনি আন্তজার্তিক খ্যাতি পান একজন ভারতীয় নর্তকী হিসেবে । তার নাচ প্রসঙ্গে সে নিজেই বলেছে, “ আমি কখনো ভালো নাচতাম না। লোকে দেখতে আসত কারণ, আমিই প্রথম নর্তকী যে জনসমক্ষে নিজেকে তুলে ধরতে দ্বিধা করিনি। ”
প্রথম মহাযুদ্ধের সময় জার্মান অনেক ধণাঢ্য ব্যক্তির সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠে । ১৯১৭ সালে তাকে ফ্রেঞ্চ পুলিশ গ্রেপ্তার করে গুপ্তচরবৃত্তির অভিযোগে । বিচারে মাতা হারি অবশ্য বলেন, তিনি আসলে ফ্রান্সের পক্ষে গোয়েন্দাগিরি করছিলেন, যদিও ফ্রান্সের কেউ তাকে এ কাজ করতে বলেনি । প্রাণভিক্ষা চেয়ে একাধিক আবেদন নাকচ হওয়ার পরে ঐ বছরই ১৫ই অক্টোবর বেলা ৫টার সময় ধূসর রঙের একটা ড্রেস আর শোলার হ্যাট পরে মাতা হারি ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হন ।
তার শেষ কোন বক্তব্য আছে কিনা জানতে চাইলে তিনি তার এভাবে মৃত্যু প্রসঙ্গে শুধু বলেন, “ এটা অবিশ্বাস্য! ” এরপর হাত বাঁধা কিংবা চোখ বাঁধার ব্যাপারে তিনি অস্বীকৃতি জানান এবং হাসিমুখে মৃত্যুবরণ করেন ।
ফায়ারিং স্কোয়াডে যাওয়ার আগে এক নানের কাছে তিনি বলেছিলেন, আসলে মৃত্যু কিছুই না, যেমন জীবনও কিছুই না !
ডাচ মিলিটারি অফিসারের বউ মাতা হারি ১৯০৪ সালে তার স্বামীকে ত্যাগ করে নিজের নাম বদলে প্যারিসে চলে আসেন । তার আসল নাম ছিল মার্গারেথা গিয়ারট্রুইডা জেল ।
প্যারিসে গিয়ে তিনি আন্তজার্তিক খ্যাতি পান একজন ভারতীয় নর্তকী হিসেবে । তার নাচ প্রসঙ্গে সে নিজেই বলেছে, “ আমি কখনো ভালো নাচতাম না। লোকে দেখতে আসত কারণ, আমিই প্রথম নর্তকী যে জনসমক্ষে নিজেকে তুলে ধরতে দ্বিধা করিনি। ”
প্রথম মহাযুদ্ধের সময় জার্মান অনেক ধণাঢ্য ব্যক্তির সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠে । ১৯১৭ সালে তাকে ফ্রেঞ্চ পুলিশ গ্রেপ্তার করে গুপ্তচরবৃত্তির অভিযোগে । বিচারে মাতা হারি অবশ্য বলেন, তিনি আসলে ফ্রান্সের পক্ষে গোয়েন্দাগিরি করছিলেন, যদিও ফ্রান্সের কেউ তাকে এ কাজ করতে বলেনি । প্রাণভিক্ষা চেয়ে একাধিক আবেদন নাকচ হওয়ার পরে ঐ বছরই ১৫ই অক্টোবর বেলা ৫টার সময় ধূসর রঙের একটা ড্রেস আর শোলার হ্যাট পরে মাতা হারি ফায়ারিং স্কোয়াডের মুখোমুখি হন ।
তার শেষ কোন বক্তব্য আছে কিনা জানতে চাইলে তিনি তার এভাবে মৃত্যু প্রসঙ্গে শুধু বলেন, “ এটা অবিশ্বাস্য! ” এরপর হাত বাঁধা কিংবা চোখ বাঁধার ব্যাপারে তিনি অস্বীকৃতি জানান এবং হাসিমুখে মৃত্যুবরণ করেন ।
ফায়ারিং স্কোয়াডে যাওয়ার আগে এক নানের কাছে তিনি বলেছিলেন, আসলে মৃত্যু কিছুই না, যেমন জীবনও কিছুই না !
৬টি মন্তব্য ৪টি উত্তর
লেখক বলেছেন: ধন্যবাদ !
মনে নাই বলেছেন: আমিতো মনে করলাম আপনি বুঝি সামনে বসে ১জন নর্তকীর নাচ দেখলেন!!!!
লেখক বলেছেন: এরকম মনে হওয়ার কারণ ?
এস ডি সি বলেছেন: তন্দ্রাহারা বলেছেন: ভালো লাগলো। নতুন তথ্য।
লেখক বলেছেন: ধন্যবাদ !
শায়মা বলেছেন: মাই গড!!!
অসাধারণ ভাইয়া।
কষ্ট পেলাম মাতাহারির কথা আবারও পড়ে।
আগেও জানতাম কিন্তু ভাইয়া লাস্ট কথাটা ভুলে গিয়েছিলাম। অবশ্য হয়তো নিজেই এখন এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি বলেই।
অসাধারণ ভাইয়া।
কষ্ট পেলাম মাতাহারির কথা আবারও পড়ে।
আগেও জানতাম কিন্তু ভাইয়া লাস্ট কথাটা ভুলে গিয়েছিলাম। অবশ্য হয়তো নিজেই এখন এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি বলেই।
লেখক বলেছেন: বলেই কি?!
গ্রীনলাভার বলেছেন: চম্ৎকার।
চাঙ্কু বলেছেন: কডিন
আলোচিত ব্লগ
তোমাদের অভিবাদন হে বিপ্লবী!
তোমাদের অভিবাদন হে বিপ্লবী!
বিপন্ন সময়ে, ইতিহাসের ক্রান্তিকালে
চাটুকারিতা আর মোসাহেবির আবশ্যিকতাকে দলে
স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে-
ছররা গুলি, টিয়ার শেল, গুপ্ত আক্রমন
সব কিছু ছাপিয়ে দৃঢ় চেতনায় অবিচল- বিজয়ের স্বপ্নে।
তোমাদের অভিবাদন হে... ...বাকিটুকু পড়ুন
যে সুবাসে তুমি গোলাপ
তরঙ্গে মন উচাটন,কাঁপছে দুরুদুরু বুক,
তোমায় দেখবো বহুদিন বাদে,
একগুচ্ছ রজনীগন্ধা
স্বইচ্ছায় গোলাপকে আলাদা করে ফেললো,
গোলাপ হেসে কুটি কুটি,
লাল থেকে আরো লাল হয়ে গেলো,
সে যেন লজ্জায়।
চেনা সুর আরো চেনা হয়ে... ...বাকিটুকু পড়ুন
অবশেষে রিক্সালীগ সফল!
অবশেষে আবারো সরকার হার মানলো। হার মানলো রিক্সালীগের কাছে। এটা শুরু মাত্র। এখন সবকিছুতেই হার দিয়েই চলতে হবে হয়তো। যেটা কারোরই কাম্য ছিলনা। কাম্য ছিল তাদেরই যারা অন্যায়ভাবে শত শত... ...বাকিটুকু পড়ুন
মেগা মানডে: সংঘর্ষ, বিক্ষোভ ও অহিংস প্রতিবিপ্লবের ভূত চেপে বসেছে ঢাকাবাসীর ঘাড়ে !
ভ
ঢাকায় নৈরাজ্য বেড়েই চলেছে। প্রতিদিন বিক্ষোভ ও সংঘর্ষ হচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে। আজকে তার সাথে ঢাকাবাসী প্রত্যক্ষ করলো অহিংস অভ্যুত্থান কর্মসূচীর! বিভিন্ন জেলা থেকে মানুষ... ...বাকিটুকু পড়ুন
চিন্ময় ব্রহ্মচারী প্রভুকে গ্রেফতার করা হল কোন উদ্দেশ্যে?
আমার ধারণা চিন্ময় ব্রহ্মচারী প্রভুকে গ্রেফতার করা হয়েছে ইচ্ছাকৃতভাবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য। ভালো উদ্দেশ্যে তাকে গ্রেফতার করা হয় নাই। চিন্ময় ব্রহ্মচারীর কথা বার্তা আমার ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
১. ০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৩৫ ০