দেশে একটা "দুঃক্ষিত" জেনারেশন তৈয়ার হৈছে। এরা সব কথার শ্যাষে কয় "নেভার মাইন্ড"/ "সর্যি"। মানে মিনিংলেস কথা, যেগুলান মনে রাখার কোন দরকার নাই। আইজকা আমাদের একজন ভার্চুয়াল মুক্তিযোদ্ধা কি কারনে জানি সেই "দুঃক্ষিত" জেনারেশনে যোগ দিলেন। ব্লগ সাম্রাজ্যের মহাতারকা আজ এইটা কি করলেন? উনি বললেন
বহুত সময় নষ্ট করলাম, স্যরি ? আমি ভাবছিলাম, ভার্চুয়াল হৈলেও তেনার দেমাগ আছে...ত্যাজ আছে...তিনি ইতিহাস জানা মানুষ...
আধুনিক ইতিহাসের পথিকৃত। কিন্তু তার শেষ কালির বিন্দুটাও তিনি স্বভাবজাত গালিগালাজে খতম করায় ঝাতি তার ইতিহাসের অনেক অন্ধকার কুঠুরির কথা জানা থিকা বঞ্চিত হৈল।যাইহোক, তিনি দূরে থাকবেন। দূরে থাকলেও তিনি দূরথিকা টর্চলাইট মাইরা আমাদের জ্ঞানের আলো দিবেন(মানে অন্য প্লাটফরমে লিখবেন), সেই আশা রাখি। তেনার অগ্যস্ত যাত্রাকে স্মরণীয় করতে আমি বাঙ্গাল...উইঠা দাড়াইলাম।
তয় আমার ক্যান জানি মনে হৈতেছে তিনি রকিবুলের মত ফিরা আসবেন আমাদের মাঝে।
উনার স্মরণে এই অধম মাত্র একটা পোষ্ট দিছিল মাত্র কিছু দিন আগে। আজ এই আসরে সেইটা শেয়ার না কৈরা থাকতে পার্তেছি না।
আধুনিক ইতিহাসের পাঠশালায় বাঙ্গাল, 'আ' তে আওয়ামী, 'ব' তে বাকশাল
আধুনিক ইতিহাসের পাঠশালায় বাঙ্গাল-দ্বিতীয় খন্ড।
উনার দীর্ঘ ব্লগ জীবণ স্মরণে তার একটা জ্ঞানগর্ভ কমেন্ট শেয়ার কর্লাম।
তেল-গ্যাস বুঝো না, স্বাধীনতা বুঝো?

হে মহান, আপনি যেখানেই থাকেন ভাল থাকেন। আর গালাগালি কম করেন। যাতে আপনার মহান ব্লগসমূহ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে পড়তে দিতে পারি। আমিন!
লেটেস্ট খবরঃ আমাগোবোলগের নোটিশবোর্ডে এই গুনীর হাতের ছাপ পাওয়া গেছে। তিনি লিখেছেন
"আমাদের মহান মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো প্রচারণা আমাগোবোলগে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। উল্লেখ্য যে, যুদ্ধাপরাধীদের বিচারের বিপরীত যে কোনো প্রচারণা আমাগোবোলগে কঠোরভাবে দমন করা হবে।"
ইশ! এই অনুষ্ঠানটা মিস হয়া গেল।কেক-কুক কি ছিল মেন্যুতে জানা যায় নাই।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১০ রাত ১০:১৭