somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্রিভুজের ফাঁদে কি ধরা পড়ল?

২২ শে মে, ২০০৬ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং ব্লগ এডমিনরা এখানের আগাছা জঞ্জালগুলো পরিষ্কার না করার কারনে যায়গাটা জঙ্গর জঙ্গল হয়ে গিয়েছে.. ভাবলাম জঙ্গল যখন আছে কিছু খরগোশ টরগোশ পাওয়া যেতে পারে...
তাই গতকাল অনেক খেটে খুটে একটি ফাঁদ বানিয়ে ছিলাম... ফাঁদটি পেতেছিলাম এই ব্লগে... আশাকরেছিলাম কিছু খরগোশ টরগোশ পাওয়া যাবে..... ছবিতে ফাঁদটি দেখুন...

তো আশা করেছিলাম কিছু খরগোশ ছানা ধরা পড়বে.. কিন্তু রাতে অফিস থেকে ফিরে ফাঁদে যেসব প্রানী ধরা পড়তে দেখেছি তাতে তো আমার চক্ষু চড়কগাছ... এই কি অবস্থা.. তবে কি এই ব্লগে অন্য কোন জীব জন্তু নেই? বড়ই হতাশ হয়েছিলাম... তবে ফাদে পড়া প্রানীগুলি যখন আমার উপর ক্ষেপে গিয়ে নিজ স্বরে চিৎকার চেচামেচি শুরু করে দিল সেটা দেখে খুবই আনন্দ পেয়েছি... না হোক রসনা পুজা... মনে যে আনন্দ পেয়েছি তাই বা কম কি....

তো ব্লগের বন্ধুদের সাথে এই আনন্দ ভাগাভাগি করে নিতে চাই... তাই আমার ফাঁদে কি ধরা পড়ল স্বচক্ষে দেখে আসুন.... নিচে লিংক দিয়ে দিচ্ছি... আরো দেখে আসুন ধরা খাবার পর তারা নিজেদের ছবি সহকারে কি চিৎকার চেচামেচিটা করেছে... সে এক অভূতপূর্ব দৃশ্য .... না দেখলে বিশ্বাস করতে পারবেন না... সুতরাং আর দেরী নয়... দেখে আসুন আমার ফাঁদে কি ধরা পড়ল... এখুনি.....

Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link

সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৭
৩৪৮৯ বার পঠিত ১০
৫০টি মন্তব্য ০টি উত্তর

১. ২৩ শে মে, ২০০৬ রাত ১:০৫

অতিথি বলেছেন: আহারে... আরেকটা ধরা খাইছে... চুক চুক... সবাই দেখেন --

Click This Link

ফাঁদের এই গোপনীয়তা ফাঁস করে দেয়ার পরও কিভাবে ধরা খাইল এটা নিয়ে একটু চিন্তায় পড়ছিলাম। তয় সে চিন্তা এক সেকেন্ডের বেশী স্থায়ী হয়নি... ফাদে পড়া প্রানীটার চেহারা দেখলে যেকারো সেই চিন্তা বেশীক্ষন স্থায়ী হবে না..... বিশ্বাস হয় না? নিজে একবার দেখে আসুন....

২. ২৩ শে মে, ২০০৬ রাত ২:০৫

অতিথি বলেছেন: বাসার বাইরে যাচ্ছি... ফাঁদে আর কি কি ধরা পড়ল খেয়াল রাখবেন সবাই...

ফাঁদে টোপ দিতে হয়.. তাই আমার ব্যক্তিগত সাইটের একটি লিংক দিলাম প্রোফাইলে.. ওখানে অনেক টোপ আছে.. দেখা যাক... আর কতটি প্রানী ধরা পড়ে...

টোপের এই গোপন কথাটি ওপেন সিক্রেট করে দিলাম... কারন যে প্রানীটি ফাঁদে পড়ছে বেশী পরিমানে সেটির ....... থাক আর না বলাই ভাল.....



রাতে এসে দিখব আর কি কি ধরা খাইল... সবাই একটু নজর রাইখেন..

৩. ২৩ শে মে, ২০০৬ রাত ২:০৫

অতিথি বলেছেন: আবার পলাইছে।

একটু পরে নীল ব্যাগের ছবি দিবো।

৪. ২৩ শে মে, ২০০৬ রাত ২:০৫

অতিথি বলেছেন: very funnyyyyyyyyyyyyতা তোর এই ছাগলদের সাথে কি কারবার? বলছিলি এটা জোস সাইট। এই তার নমুনা?

৫. ২৩ শে মে, ২০০৬ রাত ২:০৫

অতিথি বলেছেন: হুমমম ঝটিল প্রশ্ন



সে ছাগলদের রাম..........রামছাগল

৬. ২৩ শে মে, ২০০৬ রাত ৩:০৫

অতিথি বলেছেন: রতনে রতন চিনে এরকম?

৭. ২৩ শে মে, ২০০৬ রাত ৩:০৫

অতিথি বলেছেন: যাহ বেটা!

হ্যাট!! হ্যাট!!

ঘাস খা!! ভূষি খা..

৮. ২৩ শে মে, ২০০৬ সকাল ১১:০৫

অতিথি বলেছেন: আমার ফাদে পড়া জন্তু গুলি আমারে এট্যাক করার চেষ্টা করছে... কেউ কিছু দড়ি দিয়ে আমাকে সাহায্য করবেন? ;-)

৯. ২৩ শে মে, ২০০৬ সকাল ১১:০৫

অতিথি বলেছেন:



নজর কর জোরদার....

১০. ২৩ শে মে, ২০০৬ সকাল ১১:০৫

অতিথি বলেছেন: দড়ি না দিয়ে তারের বেড়া দেই ???ত্রিভুজ।

১১. ২৩ শে মে, ২০০৬ সকাল ১১:০৫

মাধবী বলেছেন: কে যেন একটা পাতিয়াছে ফাঁদ

লাল রং যন্ত্রে বেশ শক্ত করে!

একের পর এক পড়িয়া ধরা

রামছাগলেরা শুধু উহু-আহা করে!

১২. ২৩ শে মে, ২০০৬ সকাল ১১:০৫

অতিথি বলেছেন: আনুম নাকি সামুরাই

কোপ দিমু সুইসাই

দেখবো সবাই

এই ব্লগে আর কোন ছাগল নাই !!!

( আমিও কবিতা শিক্ষা গেসিগা )

মুহুহাহাহাহাহাহাহাহ !!!

১৩. ২৩ শে মে, ২০০৬ সকাল ১১:০৫

অতিথি বলেছেন: হাহাহাহা মাধবী... আগেরবার 'প্রতিভা' কথাটা মজা করে বলেছিলাম.. এবার সত্যিই বলছি আপনি একটা প্রতিভা...



সালেহ ভাই.. বেড়ায় কাজ হবে না মনে হয়... খেয়ে ফেলতে পারে... জানেনইতো - পাগলে কিনা বলে ****** এ কিনা খায়..

১৪. ২৩ শে মে, ২০০৬ সকাল ১১:০৫

অতিথি বলেছেন: ত্রিভুজ চালায়া যান......................!!

১৫. ২৩ শে মে, ২০০৬ সকাল ১১:০৫

অতিথি বলেছেন: খাইছে.... অ্যালানও দেখি কবি হয়ে গেছে... হাহাহাহাহহাহাহাহা

সুপ্ত প্রতিভা



ইস.. আমার এখন বাইরে যেতে হবে আবার... ওদের ভ্যা ভ্যা গুলি পড়ে যেতে পারছি না.... রাতে এস পড়ব....



এর ভেতর আরো যে কয়টা প্রানী ধরা খাবে আমার ফাঁদে সেগুলোর লিংক একটু এখানে দিয়ে দিলে আমার খুজে পেতে কষ্ট কম হতো.. জংগলে হাটাহাট করতে গিয়ে পায়ে ব্যাথা হয়ে গিয়েছে..... =))

১৬. ২৩ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫

আরাফাত রহমান বলেছেন: অ্যালন, প্রথম কিস্তি কবিতা শিখাইলাম আর আপনে কবিতা লেখা শুরু কইরা দিলেন।

দ্্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করলেন না?

ভালো ভালো.....

১৭. ২৩ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫

অতিথি বলেছেন: আরাফাত আপনে আমার কাছে এক পিস সামুরাই পান কবিতা শিখানো বাবদ, কবে নিবে ন ?

১৮. ২৩ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫

আরাফাত রহমান বলেছেন: ভাই, মাফ চাই আমারে মাইরেন না আমি নমাজই পড়ি না।

১৯. ২৩ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫

অতিথি বলেছেন: আরে ( অবাক ) ! মারলাম কই ? আমি বলসি, একটা সামুরাই পান আমার কাসে , সেটা কবে নিবেন !!! এটা আপনার পাওনা । হ্যাহ !!!

২০. ২৩ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫

অতিথি বলেছেন: অ্যালন সামুরাইগুলি বিলিয়ে দিও না... জমিয়ে রাখ... কাজে আসবে আজ রাতে.. :-)

খুব ফাইংটিং গেম লাইক করো নাকি? সামুরাই শোডাউন খেলেছো? আগে এসব খুব খেলতাম... এখনো আমার বন্ধুদের সাথে সামুরাই শো ডাউন খেলি... এটা নিয়ে একটা পোষ্ট দেব ভাবছি... :)

২১. ২৩ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫

অতিথি বলেছেন: আবারও সামুরাই!!! !(খাইলামু)

২২. ২৩ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫

অতিথি বলেছেন: ঐ মিয়া ত্রিভুজ তারের বেড়া খাইবো কেমনে?!!!!

লোহার দাঁত নাকি!!!?

২৩. ২৩ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫

আপন তারিক বলেছেন: ত্রিভুজ

আপনারে নিয়া একটা লেখা আছে আমার কাছ । রাতে পোস্ট করবো । দেইখেন ...

২৪. ২৩ শে মে, ২০০৬ দুপুর ১২:০৫

অতিথি বলেছেন: আপন তারিক... শিওর... ভাল কিছু লিখলেও দেখব আবার অনেক পচিয়ে লিখলেও দেখব... :)

২৫. ২৩ শে মে, ২০০৬ দুপুর ১:০৫

আপন তারিক বলেছেন: আরে ভাল । ইন্টারেস্টিং ...........

২৬. ২৩ শে মে, ২০০৬ দুপুর ১:০৫

অতিথি বলেছেন: হাহা... যাক... নিশ্চিন্ত হইলাম... এখন আমার নামে পোষ্ট মানেই আমার ব্যাপারে না জেনে উলটা পালটা কথা এখানে... অবশ্য যারা করছে তা তাদের চরিত্রের সাথে খুবই সামজস্যপূর্ন... তাই কিছু মনে করি নি... বরং মজা পেয়েছি... :-)

২৭. ২৩ শে মে, ২০০৬ দুপুর ১:০৫

অতিথি বলেছেন: না+না=হ্যা আমার তো ওদের সাথে কোন কারবার নাই। কিন্তু ওদের আমার ব্যাপারে অনেক ইন্টরেষ্ট...

বাসা থেকে বেরুতে পারছি না... আজ সন্ধ্যায় যাওয়া হবে না... কাজ না থাকলে আমার বাসায় চলে আয়... জটিল কিছু বই কালেকশন করেছি... আজ সারাদিন এখানে ব্লগবগাচ্ছি আর সেগুলো পড়ছি।

২৮. ২৩ শে মে, ২০০৬ দুপুর ২:০৫

হযবরল বলেছেন: ফাদ তুলিয়া নাও । মানুষ অনেক সময় নিজের ফাদে ধরা খায় । যেডারে কয় মাইনকা চিপা ।

২৯. ২৩ শে মে, ২০০৬ বিকাল ৪:০৫

শাওন বলেছেন: হেহেহে ,কি ধরলা ত্রিভূজ এটা ?? হেহেহে ... তোমার মত আমারো ফাঁদ পাতা শুরু করতে হবে মনে হয় ।

৩০. ২৫ শে মে, ২০০৬ সকাল ১১:০৫

অতিথি বলেছেন: শাওন ;-)

হু শুরু করে দাও.. আমার ফাঁদ থেকে কিছু প্রাণী ছুছে গেছে দেখতে পাচ্ছি... তাদের চরিত্রমত তারা আবার চিৎকার শুরু করার আগেই কিছু একটা করা দরকার... ;-)

৩১. ৩১ শে মে, ২০০৬ বিকাল ৫:০৫

অতিথি বলেছেন: আমার এই ফাঁদটি বানানোর উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও অনেকটা কার্যকরী হয়েছে। তবে সেই সময় কিছু ঐ গোত্রীয় প্রাণী এখানে বিচরন না করার কারনে আমার ফাঁদে ধরা পড়েনি। কিন্তু দুইদিন পর একজন এসে হটাৎ চিৎকার দিল- "কেন আমি সমগোত্রীয়দের প্রতিযোগীতায় অংশ নিলাম না" .. তখন ভাবলাম এটি হয়তো আরো উন্নত জাতের কোন প্রাণী। কিন্তু আমি বুঝতে পারিনি আসলে স্বগোত্রীয় ভাষা রপ্তকরতেই এই প্রাণীটি কালক্ষেপন করেছিল। যাক শেষ পর্যন্ত সেই ভাষা রপ্ত করেছে এবং ধরা দিয়েছে ফাঁদে। তবে স্বগোত্রীয় ভাষা রপ্ত করতে গিয়ে তার কিছু এরাবিক শব্দের প্রতি এলার্জি থাকার কারনে সেই ভাষায়ও একটু চিৎকার দিয়ে বুঝাতে চেয়েছে 'দেখ আমাদের প্রজাতীও এই ভাষায় কথা বলতে পারে। তোমরা এই ভাষায় কথা বলিয়া নিজেদের উন্নত প্রজাতির কিছু ভাবিয়া ভুল করিয়াছ"

আমাদের এই বর্নচোরা স্বভাবের প্রাণীটি অন্যদের মত ফাঁদে ধরা খাওয়ার ছবিটি দেয়নি হয়তো লোকলজ্জ্বার ভয়ে। যাক এই প্রাণীটির তাহলে লজ্জ্বাবোধ আছে।



প্রাণীটির এই হটাৎ চিৎকারে তারই কিছু স্বগোত্রীয় ভাই তার সাথে সুর মিলিয়ে বলেছেন "আহা তুমি আমাদের ভাষা রপ্ত করতে পেরেছ বটে কিন্তু বুদ্ধি রপ্ত করতে পারনি এখনো।"

আমরা দোয়া করি তাহার সে বুদ্ধি রপ্ত করারও যোগ্যতা হোক। আমীন।





ওহো... যে কথাটি অতীব জরুরী সেটিই বয়ান করা হইলো না। আমাদের এই প্রাণীটি হটাৎ নিজ স্বরূপে আত্নপ্রকাশের মূল করিবার পেছনে কিন্তু এক করুন কাহিনী রহিয়াছে। ঘটনা হইল... তাহারই এক সমগোত্রীয় ভাই গাঞ্জাখুরী কিছু কথা বলিতে গিয়া আমার একটি টপিকে ত্রীব্র চাবুকাঘাত খাইয়া তাহার পায়ের নিকট গিয়া আর্তি জানাইয়াছিল "দেখ তোমাদের জন্য কিছু করিতে গিয়া আজ তাহাদের সামনে এভাবে ধরা খাইয়া লজ্জ্বা পাইতে হইতাছে। কিছু কি একটা করিবে না?" তাহার আর্তিতেই আমাদের এই বর্নচোরা প্রাণীটি স্বরূপে নিজেকে তুলিয়া ধরিল। তাহার সমগোত্রীয়দের প্রতি এই টানের প্রতি আমরা শ্রদ্ধাবনত হইয়া বলি "আহা ভাইয়ে ভাইয়ে কত মিল দেখিতে পাইতাছি। তাহাদের জন্য করতালির ব্যাবস্থা কর।"



শেষ খবর পাওয়া পর্যন্ত ইহাই আমরা জানিতে পারিয়াছি যে, সেই গাঞ্জাখোর বক্তা তাহার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করিতে গিয়া ইহাকে একটি ক্রিকেটের ময়দান ভাবিয়া "ছক্কা" বলিয়া চিৎকার করিয়া উঠিয়াছে। তাহার গাঞ্জার প্রকোপ এখনো কমে নাই বলিয়াই মনে হইতাছে। কমিলে হয়তো সে আমার করা প্রতিবাদটির জবাব প্রদান করিবে (যদি করার মত কিছু থাকিয়া থাকে)।





৩২. ০১ লা জুন, ২০০৬ সকাল ৮:০৬

অতিথি বলেছেন: এইখানে ফাঁদ পাতিয়া কি ধরা হইতেছে? সন্দেহ জাগিতেছে মনে। কোন অশ্ব শাবক নয়তো? একটু উকি ঝুকি মারিয়া দেখিতে হইবে মনে হইতেছে।

৩৩. ১২ ই জুন, ২০০৬ রাত ১১:০৬

হাঃ হাঃ হাঃ বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ



হাসতে হাসতে মারা গেলাম রে দোস্ত।

হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ

৩৪. ১২ ই জুন, ২০০৬ রাত ১১:০৬

হাঃ হাঃ হাঃ বলেছেন: এিভুজ দোস্ত আইআরসি'র সব পোলাপানগো খবর দিমু? ঐ হালারে এমন সিস্টেম দিবো তোর নামে ফালতু কথা বাপের জন্মেও কইবো না।

:->

৩৫. ১২ ই জুন, ২০০৬ রাত ১১:০৬

অতিথি বলেছেন: ত্রভুজ তোমার মস্তান বন্ধু কি বলে। আমি তো ভাবছিলাম তুমি নিজে একাই 100।

৩৬. ১৩ ই জুন, ২০০৬ বিকাল ৫:০৬

অতিথি বলেছেন: গোপাল ভার, ওদের খবর দিতে চাইলে অনেক আগেই দিতাম।

মিথ্যা প্রতিষ্ঠা করতে দল বলের প্রয়োজন হয়। লবিং, গ্রুপিং এসব লাগে। সত্যকথা এক মুখে বললেই যথেষ্ট। কারন দুনিয়ার সবাই একসাথে চিৎকার করলেও সত্য সত্যই থাকে। মিথ্যা হয়ে যায় না।



তবে মাঝে মাঝে মিথ্যা বন্ধের লক্ষে সকল সৎপথের দিশারীদের একত্রে ঝাপিয়ে পড়তে হয়। সেটা পরিস্থিতি সাপেক্ষ ব্যাপার।

৩৭. ৩১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৭:০৭

বাংলার CUPID বলেছেন: বস আপনের ফাদে বোলগের মুক্তিযুদ্দা হিয়াল ধরা ফইরচ্চে.... [link|http://www.somewhereinblog.net/oropiblog/post/28695747|GBLv

৩৮. ৩১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৭:১০

হারাধন বলেছেন: তেরভূজ মজা পাইলে ব্যান করে

৩৯. ৩১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৪

অ:র:পি: রামছাগল বলেছেন: আয় হায়। ঐ ত্রিভূজের বিচার চাই। আমারে ফাদে ধরে। এত্ত বড় সাহস

৪০. ৩১ শে জানুয়ারি, ২০০৭ সকাল ৮:১৯

বাংলার CUPID বলেছেন: হ

৪১. ২০ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:০৫

লাল মিয়া বলেছেন: খুবই মজার পোস্ট

৪২. ২০ শে জুলাই, ২০০৭ দুপুর ২:১৫

অমনিবাস বলেছেন: এিভুজ দোস্ত আইআরসি'র সব পোলাপানগো খবর দিমু? ঐ হালারে এমন সিস্টেম দিবো তোর নামে ফালতু কথা বাপের জন্মেও কইবো না।

৪৩. ০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৩

বিবেক সত্যি বলেছেন: ....

৪৪. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪৩

বিবেক সত্যি বলেছেন: দেখা দরকার , কিন্তু এখন সময় নাই

৪৫. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:০৫

সূফি বলেছেন: @ বিবেক সত্যি।

গুতাইয়া কী দেখো ,কমেন্ট পরথম পাতায় আসে কি না?

চিন্তা কইরো না,ছাগুর ব্যন খুব তাড়াতাড়িই তুইলা দেয়া হবে।ছাগু বিহীন ব্লগ ম্যাড়ম্যাড়ে হইয়া যাবে ।ঈদের বিনোদনের জন্য বাংলাদেশীরা ইত্যাদি দেখবে,ব্লগবাসীরা কি ছাগু নৃত্য থেকে বঞ্চিত হইবে নাকি ?

৪৬. ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪০

'ভিমরু' বলেছেন: হা হা হা হা ফাঁদটা কঠিন হইছিলো।

৪৭. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ২:৩১

বিবেক সত্যি বলেছেন: সুফি নাকি..তুমি মিয়া রামছাগল তো ছিলাই..

৪৮. ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ৩:৫৫

হোঁদল কুঁত কুঁত বলেছেন:



সবাই দেকি ত্রিভুজের ফাঁদ ত্রিভুজের ফাঁদ বলে্ আমি ভাবি এটটু চার্চ দিয়া দেকি। ওমা! এইটা কি ফাইলাম! এই দেকি মস্ত ফাঁদ :) :) :)

Click This Link

৪৯. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৭

তাজুল ইসলাম মুন্না বলেছেন: এখখনি দেখতাছি

৫০. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৪

র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস+++++



Free Bangladesh travel guide

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈশ্বরের ভুল ছায়া – পর্ব ৩ | ভূমিকা-ব্রীজ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:০৮



"তুমি যদি বাতাসকে ভালোবাসো, তাকে বশ করো না—তার সুর বোঝো। কারণ বাতাস একবার থেমে গেলে, তার কণ্ঠ আর কখনো শোনা যায় না।"

“ঈশ্বরের ভুল ছায়া” সিরিজ... ...বাকিটুকু পড়ুন

ইসরায়েলি প্রতিরক্ষার ভবিষ্যৎ ভারতে নিহিত ইসরায়েল ও ভারতের ইসরায়েলি প্রতিরক্ষার ভবিষ্যৎ ভারতে নিহিত

লিখেছেন ঊণকৌটী, ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:১৩


উভয় বাজারে নেতৃস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলির যৌথ প্রকল্পের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপক সম্প্রসারণ ঘটছে। এটি ইসরায়েলকে পশ্চিমাদের উপর নির্ভরতা কমাতে সহায়তা করছে, যা ২০২৩ সালের ৭ অক্টোবরের যুদ্ধে সমস্যাযুক্ত... ...বাকিটুকু পড়ুন

সবার কমন শত্রু আওয়ামী লীগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৮


শেখ হাসিনা সবসময় তেলবাজ সাংবাদিকদের দ্বারা বেষ্টিত থাকতেন। তেলবাজ নেতাকর্মীরাও বোধহয় তার পছন্দ ছিল। দেশে কী হচ্ছে, না হচ্ছে, সে সম্পর্কে তার ধারণাই ছিল না। সামান্য কোটাবিরোধী আন্দোলন উনার পক্ষে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশকে আন্তর্জাতিক কনফ্লিক্ট জোনে পরিণত করলো ড. ইউনুসের অবৈধ দখলদাররা ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:২১



শেষ পর্যন্ত ড.ইউন তার আন্তর্জাতিক সক্ষমতা প্রদর্শন করে দেখালেন! উনি বাংলাদেশের মানুষের জন্য কখনোই কোন কাজ করেননি ।আমাদের কোনো দুর্যোগে কখনো পাশে দাঁড়িয়েছেন তার কোনো দৃষ্টান্ত নেই । যে... ...বাকিটুকু পড়ুন

ভারত একটি মানবিক দেশ

লিখেছেন রাজীব নুর, ৩০ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৩৮



যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা ভারতবাসীর প্রতি কৃতজ্ঞ থাকব।
ভারতের মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা বাংলাদেশি তোমরা ভারতীয়। আমরা মিলেমিশে থাকতে চাই। ভারতের বাংলাদেশের সাথে সাংস্কৃতিক,... ...বাকিটুকু পড়ুন

×