গতকাল যখন সবার আগে সামুতে নিচের পোস্ট টা দেই
ব্লগার নোবেলবিজয়ি টিপু আর নেই অনেক ব্লগার ভাই আমার পোস্টে বিভিন্ন ভুল পেয়েছিলেন, আসলে তখন আমি কি লিখতে কি লিখেছি আমি নিজেও সেটা জানি না,আমার সেই ভুলগুলুর জন্য দুঃখিত।ওর ক্লস ছিলাম বলে ক্যান্সার এর কথা আমরা কয়েকজন ফ্রন্ড আগেই জানতাম সব সমায় এজন্য ওর খোঁজ নিতাম, বেশ কয়েকদিন আগেই ওর রিপোর্ট আমাকে দেখায়
.........
একটা রিকুইয়েস্ট ও ছিল ওর কাছে আমার,বলেছিলাম একটা ভাল ছবি দিতে আমাকে সেভ করে রাখব আমাকে দিয়ে যেতে পারেনি সে,শুধু ফেইসবুক প্রোফাইলের ছবি টা চেঞ্জ করে আমাকে যেন ইঙ্গিত করেছিল (ছবি দেওয়ার সমায়টুকু পেলাম না এইটাই যত্ন করে রেখ...)
আমাদের ছেড়ে যেতে তার কষ্টটা ছিল হয়ত আরও ভীষণ...