ভাষা-গবেষক হাতে ব্যাকরণ ধরিয়ে দিতে পারতেন, সেই ভয়ে
অনেক সন্ধ্যায় গেছি সুধীর ডোমের ঝুপড়িতে
অাবার অাধুনিক ভাষা ইনস্টিটিউটও অামাকে যা শেখাতে পারেনি
তারও বেশি পেরেছি সুধীরের ছোটমেয়ের কাছে শিখে নিতে
সে কি মদ ঢেলে দেবার ছলে গ্লাস ভরে ঢেলে দিয়েছিল তরল মন?
খুঁজে বেড়াচ্ছি এই একটি প্রশ্নের উত্তর, সারাটি জীবন