গতকাল কমিক্স নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। কিন্তু কিছু কারনে নির্দয় মডুরা পোষ্টটা গায়েব করে আমাকে প্রমোশন দিয়ে জেনারেল বানায়েছে। অবশ্য সমস্যা নাই। প্রথম পাতায় ঠিকই আসছে পোষ্ট। ফেসবুক এবং সামুতে অনেকের রিকোয়েস্টে আবার কমিক্স নিয়েই এই পোষ্টটা দিলাম। তবে ১৮+ যে কন্টেন্ট ছিল সেগুলো একবারেই বাদ দিয়ে দিলাম আর নতুন বেশ কয়েকটা কমিকস এড করলাম।
আশা করি কাল যারা আমাকে উৎাহ দিয়েছেন তারা আবার আসবেন আর যারা ১৮+ কন্টেন্ট আছে বলে সেগুলো আমাকে বাদ দিতে বলেছেন তারা তো আসবেনই আর যারা কাল এই পোষ্ট দেখেনইনি তারাও এসে এই পোষ্টটা উপভোগ করবেন।
টিনটিন: কমিকস জগতের আমার সবচেয়ে পছন্দের চরিত্র। দু:সাহসী এক তরুন সাংবাদিক। পোষা কুকুর স্নোয়ী আর বন্ধু হ্যাডককে নিয়ে বিভিন্ন ভয়ঙ্কর এডভেঞ্চারে জড়িয়ে পড়াই টিনটিনের নেশা। কমিকসের নেশা যাদের আছে, হলফ করে বলা যায় টিনটিন তাদের সবচেয়ে প্রিয় কমিকস। টিনটিন কমিক্সে টিনটিন বাদেও আর নামকরা যেসব মজার চরিত্র পাওয়া যায়:
হ্যাডক: জাহাজের ক্যাপ্টেন এবং টিনটিনের বন্ধু, মজার এক চরিত্র ক্যাপ্টেন হ্যাডক।
কট্টুস: টিনটিনের পোষা কুকুর।
প্রফেসর ক্যালকুলাস: আত্নভোলা বিজ্ঞানী।
জনসন এন্ড রনসন: জমজ দুই ডিটেকটিভ। আরো দুইটা মজার চরিত্র।
ডাউনলোড: সিডার কম তবে ডাউনলোড করতে মনে হয় তেমন সমস্যা হবেনা। টরেন্ট লিংক ১৫ বাংলা টিনটিন প্যাক:
http://thepiratebay.se/torrent/7669257/
ফ্যান্টম: জলদস্যুদের হামলায় আক্রান্ত এক জাহাজ সমুদ্রে ডুবে যায়। সবাই মারা গেলেও বেঁচে থাকে একজন মাত্র মানুষ। জঙ্গলের খুলিগুহায় সে শপথ নেয়, যুগে যুগে অন্যায়ের বিরূদ্ধে লড়াই করে যাবে সে। চারশ বছর ধরে সে এবং তার বংশধরেরা সেই শপথের পালন করে চলেছে। আমাদের ফ্যান্টম সেই বংশের ৭ম বংশধর। (ভূল হতে পারে)
টিনটিনের পরেই আমার প্রিয় কমিকস ফ্যান্টম। যারা এখনও এর স্বাদ নেননি, তারা চেখে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেননা।
ফ্যান্টমের কিছু বাংলা পিডিএফ লিংক:
ফ্যান্টম ডাইজেস্ট ১
ফ্যান্টম আর অদ্ভূত বামন
ফ্যান্টম আর রাজকুমারী পুরা
ফ্যান্টম আর টেকো গরিলা
স্বর্গদ্ব্যানে গন্ডোগোল
চাচা চৌধুরী: কম্পিউটারের চেয়ে প্রখর বুদ্ধিসম্পন্ন চাচা চৌধুরী। যেকোন সমস্যার সমাধান বের করে ফেলে, যেভাবেই হোক। সাথে আছে জুপিটার গ্রহ থেকে আসা শক্তিশালী সাবু। আছে শত্রু, ডাকাত রাকা। বুদ্ধি আর শক্তির এক অপূর্ব মিশ্রনের কমিকস চাচা চৌধুরী।
লিংক: ব্লগার জালিসের কাছ থেকে লিংকগুলো ধার নিলাম। উনার এই পোষ্টে অনেক লিংক পাওয়া যাবে।
Click This Link
বিল্লু: নামটার মতো চরিত্রটাও দুষ্টমীতে ভরা। ছোটবেলার দুষ্টুমীগুলো যেন অনেকটাই খুজে পাই বিল্লুর মধ্যে। পড়ে দেখেন, হতাশ হবেননা।
বিল্লুর কয়েকটা পিডিএফ লিংক:
বিল্লু আর কথা বলা গাছ
বিল্লুর মোবাইল ফোন
ফাইভ স্টার হোটেল
বিল্লুর সাইকেল
পিংকী: বিল্লুর মতই আরেকটা মজার ফিমেল ক্যারেকটার।
পিংকীর কিছু পিডিএফ লিংক:
চাচা সুলেমানী
পিংকী আর বুলবুল
পিংকী আর টুইনওয়ান
পিংকীর পুতুল
এসটেরিক্স: এসটেরিক্স কমিক্সের নায়কের নাম এসটেরিক্স। ছোটখাটো এই যোদ্ধার যেমন বুদ্ধি তেমনই সাহস। যেকোন দুঃসাহসিক অভিযানে যেকোন সময় বেড়িয়ে পড়তে সদা প্রস্তুত। সাথে আছে এসটেরিক্স এর প্রিয় বন্ধু ওবেলিক্স। বন্ধু এসটেরিক্স এর সাথে সেও যে কোন অভিযানে যাওয়ার জন্য সদা প্রস্তুত, শুধু চাই বুনো শুয়োরের রোস্ট আর শত্রুকে কিলানোর সুযোগ। এছাড়াও আছে গ্রামের পুরোহিত এটাসেটামিক্স। এটা-সেটা মিক্স করে যে বিভিন্ন জাদুকরী শক্তি বানায়, তাই তার নাম এটাসেটামিক্স। দেরী না করে জলদি এই মজার টীমটার সাথে দুঃসাহসিক কিছু অভিযানে বেড়িয়ে পড়েন।
এসটেরিক্স এর কিছু বইয়ের লিংক:
বৃটেনে এসটেরিক্স
এসটেরিক্স ও নর্ম্যান দল
রোমান সৈনিক
ঘোউল যোদ্ধা
সোনার কাস্তে
গথ দস্যু
অগ্নীপুত্র অভয়: এটা একটু অন্য ধাচের কমিকস। কিছুটা আমাদের দেশের দস্য বনহুর জেনেরের। ছোটবেলায় বইয়ের দোকানে দেকতাম কিন্তু কখনও কিনে পড়ার ইচ্ছা হয়নি। এখন নেটে ফ্রী পেয়ে পড়ছি। অভয় এখানে সুপরহীরো কিনা বুঝলাম না। পোষাক সুপারহীরো টাইপ কিন্তু কাজ কারবার সাধারন হীরো টাইপ। পুলিশকে বিভিন্ন অপরাধ দমনে সাহায্য করাই এই হীরোর কাজ। আর এই অভয়কে সাহায্য করার জন্য মাঝেমাঝেই উদয় হয় অগ্নীপুত্র। ইনি খুব সম্ভবত সুপারহীরো। এখনও মাত্র দুইটা ভলিউম পড়লাম। আস্তে আস্তে ক্লীয়ার হবে। প্রোপার এ্যাকশান আর সাইফাই-এ ভরা এই কমিকস। পড়ে দেখতে পারেন। টাইম পাস কমিকস বলা যেতে পারে। সময় কাটবে বাট কোন উপযোগ নাই।
ডাউনলোড লিংক:
অগ্নীপুত্র অভয় আর ব্ল্যাকবল
ব্ল্যাক থান্ডার
ডেথাল
অগ্নীপুত্র অভয় আর সিংহমানব
অগ্নীপুত্র অভয় আর সাইবর্গ
হান্টারস ফরচুন: বাড়ি গাড়ি সর্বস্ব খুইয়ে হান্টার যখন দিশেহারা, ঠিক তখুনি ধনী এক আর্কিওলোজিস্টের করা উইল থেকে সে পেয়ে গেল হাফ বিলিয়ন ডলার !!! কিন্তু এই টাকা উদ্ধার করতে হলে ওকে এক অসম্ভব অভিযানে নামতে হবে । উদ্ধার করতে হবে এমন এক জিনিস যা আগে কেউ চোখে দেখেনি । ওদিকে পলি চেস আর মিরান্ডা পিছু নিয়েছে ওর । যে করেই হোক তারা হাতিয়ে নিবে হান্টারের হাফ বিলিয়ন মুল্যের সম্পত্তি । ঘুরে আসুন হান্টারসদের সাথে এক মজার অভিযানে এবং অবশ্যই বাংলা অনুবাদ।
হান্টার্স ফরচুন - পার্ট ১
হান্টার্স ফরচুন-পার্ট ২
হান্টার্স ফরচুন-পার্ট ৩
হান্টার্স ফরচুন-পার্ট ৪
রমন: সাধাসিধা এক গৃহকর্তা। সামাজিক সমস্যা আর ফানে ভরপুর। প্রানের কমিকস। লেখার কিছু নাই প্রাণের কমিকস যেমন হয় আরকি।
রমন আর শিকার
হিল স্টেশনে রমন
রমনের টেলিভিশন
অন্যান্ন: অন্যান্ন কিছু কমিক্স। সিরিজ হিসেবে নয়। এক খন্ডে সমাপ্ত।
বিধু দারোগা
ডেডম্যান
শীর্ষেন্দু মুখোপধ্যায় এর অদ্ভূতুড়ে সিরিজের বই পাতালঘর নিশ্চয় পড়েছেন। এবার কমিকস পড়েন। একেবারেই হতাশ হবেন না।
ছোটবেলা থেকেই রজত একটু উদ্ধত প্রকৃতির । ডাক্তার হবার ইচ্ছা তার । একজন ডাক্তারের সহযোগিতায় সেই কাজটাও খুব ভালোভাবে শেষ করল সে। কিন্তু কালো টাকার ছায়া থেকে কি সে মুক্তি পেল ? নন্টে ফন্টে খ্যাত নারায়ন দেবনাথ এর আরো একটি কমিক্স “অন্ধকারের হাতছানি”
ড্রাকুলা
পাগলা দাশু
পাপাই ও জাহাজের ভুত
নতুন এড করা হলো: ............
লম্বু-মোটু সিরিজ:
লম্বু মোটু আর দশ নম্বরী
লম্বু মোটুর গ্রীন সিগন্যাল
প্রফেসর শঙ্কু সিরিজ:
প্রফেসর শঙ্কু ও হাড়
মরু রহস্য
শঙ্কু ও আশ্চর্য পুতুল
শঙ্কু ও চে চ্যাং
পরের পর্বের লিঙ্কঃ
কমিকস পাগলরা, চলেন আপনাদের কমিক্সের বিশাল এক রহস্যময় জগৎ থেকে ঘুরিয়ে আনি (পর্ব-২)