হে ছিছু তুমি যকন এমনে কতা বল
মাইয়াছেলে বেবাকটি হইয়া যায় পাগল
কাজেই গিয়ানি হও আর করতে থাহ পাঠ
কি ইছারা দেয় আমার শইলের পথঘাট।
আর আইজ রাইতে আমি হইয়া আছি চেতা
তুমি ত জান গোয়া আমার কয় না মিছা কতা
কেমুন জানি চুদুরবুদুর লাগে আমার এহন
যাবতিয় টানাটানি আর যত ট্যানছন
তুমি কি দেখ না ছিছু, ইহাই পারফেকছন।
হে ছেমরি, আমি দেখতে আছি শইল তোমার লড়ে
তাইত আমার মনডা কেমন উথালপাথাল করে
আমার খালি কেমুন জানি হ্যারেশম্যারেশ লাগে
বুঝি নাই ত তোমারে এমনে নাচতে দেহার আগে।
নৃত্যমঞ্চে হাইট্টা ছেমরি যখন বডি ঝাকায়
সবাই তোমার দিকেই, ছেমরি, জুলজুলাইয়া তাকায়
বুঝার আগেই তুমি যেমন লড় ডাইনে বামে
ঝাকাইয়া যাও সময় থাকতে ঝাকাইয়া যাও চামে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৭ রাত ১:৫১