পেছনের কথা
বই প্রকাশের কথা মাথায় রেখে বাংলাভাষার জনপ্রিয় ব্লগ সামহোয়্যারইন...ব্লগের ব্লগারদের কাছ থেকে
মনোনয়ন আহ্বান করা হয়েছিল গত বছরের নভেম্বরে। একমাসেরও বেশি সময় ধরে মনোনয়ন গ্রহণের পর নির্বাচিত গল্পগুলো অভিজ্ঞ ব্লগারদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচক প্যানেলের কাছে পাঠানো হয়। তাঁরা একমাস ধরে যাচাই-বাছাই শেষে মোট ২২টি গল্প চূড়ান্ত করেন, যা স্থান পেয়েছে সংকলনে। বলাবাহূল্য, এই সংকলনের গল্পকাররা ব্লগার, পাঠকরাও তেমনই, এমনকি পুরো এক বছরের গল্প থেকে যারা মনোনয়ন দিয়েছেন, সম্পাদনা যারা করেছেন, এমনকি যিনি প্রকাশক - সবার পরিচয় একটিই - ব্লগার। এর আগে ২০০৭ ও ২০০৮ সালে পাঁচমিশালী লেখা নিয়ে অপরবাস্তবের দুটি সংকলন প্রকাশিত হলেও এবারই প্রথম বিষয়ভিত্তিক অপরবাস্তব প্রকাশ পেল। এবারের অপরবাস্তব উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত ব্লগার মুহম্মদ জুবায়েরকে।
সংকলনে নতুন-পুরনোর সমাবেশ ঘটেছে। প্রতিষ্ঠিত গল্পকারদের পাশাপাশি নবীন গল্পকারদেরও একইসঙ্গে উপস্থাপন করা হয়েছে এতে। এই গল্পকাররা ছড়িয়ে ছিটিয়ে আছেন সারা বিশ্বে। ব্লগে ছদ্মনাম ব্যবহারের রেওয়াজ থাকলেও বইয়ে গল্পকারদের প্রকৃত নাম ব্যবহার করা হয়েছে।

বই কোথায় পাওয়া যাবে, কতো মূল্যে?
একুশে বইমেলার 'সংহতি প্রকাশনে' (স্টল নম্বর ১৯২) বইটি পাওয়া যাবে। প্রবাসী ব্লগাররা সংগ্রহ করতে পারবেন বইমেলা ডট কম থেকে। বইটির মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। তবে মেলা থেকে ২৫ ভাগ কমিশনে মাত্র ৭৫ টাকায় বইটি সংগ্রহ করা যাবে। বিক্রিলব্ধ সমুদয় অর্থ ব্লগের নানা উদ্যোগ, ক্যাম্পেইন, মানবিক কর্মকান্ড ইত্যাদিতে ব্যয় করা হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৫