সামহোয়ারইন ব্লগে মানবীর পোস্টটি স্টিকি করা হয়েছে। অনেকেই রাহেলার প্রতি সমবেদনা জানিয়ে মন্তব্য করছেন। অনেকই আবার শুধু ৫ রেটিং দিচ্ছেন। তবে আমার মনে হয় আসল কাজ হবে যে উদ্দেশ্যে মানবী পোস্টটি দিয়েছেন তা পুরণ করা।
প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়াসহ যাতে সরকারের উর্ধ্বতন পর্যায়ে এ বিষয়টি নিয়ে সচেতনতা তৈরী করা যায় তার চেষ্টা করতে হবে।
পাশাপাশি দোষী ব্যাক্তিরা যাতে কোনভাবেই ছাড়া না পায় সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে।
সবার মিলিত উদ্যোগ এক্ষেত্রে বড় ধরনের সাফল্য আনতে পারে।
ব্লগার জ্বিনের বাদশা এক্ষেত্রে বেশ কিছু প্রস্তাব রেখেছেন। ব্লগের সবাই মিলে এ প্রস্তাবগুলোসহ আরো প্রয়োজনীয় প্রস্তাব বাস্তবায়ন করলে অনেকটুকুই এগিয়ে যাওয়া যাবে।
জ্বিনের বাদশার প্রস্তাবগুলো হলো-
জ্বিনের বাদশা বলেছেন :
২০০৭-১০-২৪ ০৯:০৬:৫৯
আমার মনে হয় বিষয়টা নিয়ে সবার মিলে উঠেপড়ে লাগা দরকার ... এই এ্যাপিলটাকে আমরা নেটে সবখানে ছড়িয়ে দিই আসুন ... ভ্যালেরী টেইলরের বেলা যা হয়েছিল সেরকম কিছুর পুনরাবৃত্তি হতেও পারে ... আমরা যেন আশা না হারাই
এজন্য কি কি করা যায়:
১. কেউ একজন ইংরেজী ও বাংলায় একটা করে পিটিশন তৈরী করুন
২. সবাই ইন্টারনেটে যত মেইলিং গ্রুপে আছেন/ যত ব্লগিং গ্রুপে আছেন/ যত ফোরামে আছেন ---সবখানে বাংলা বা ইংরেজী পিটিশনটা ছেড়ে দিন
৩. সাংবাদিক যারা আছেন, প্লিজ আপনার সম্পাদককে কনভিন্স করার চেষ্টা করুন যাতে ২৯ শে আগস্টের আগে ঘটনাটা আবার পেপারে আসে ভালভাবে
৪. বিচার ও শালিশকেন্দ্রের কারো সাথে পরিচয় আছে এমন কেউ থাকলে হাত উঠান; আমাদের জানতে সাহায্য করুন তাদের কি কি ধরনের সমস্যা হচ্ছে কেইসটা নিয়ে; আমরা কি কি ভাবে কাজে আসতে পারি।
৫. ... আপনি পূরন করুন (আর কি কি আইডিয়া থাকতে পারে সেটা)
আসুন আমরা হাল ছেড়ে না দিই
ব্লগার মানবী আমাকে তার পোস্টে যে প্রস্তাবটি দিয়েছেন তার জন্যই আমার এই আলাদা পোস্ট।
মানবী বলেছেন :
২০০৭-১০-২৪ ০০:০৮:১২
একরামুল হক শামীম, অনকে অনেক ধন্যবাদ। প্রয়োজনীয় ইনফরমেশনের জন্য কৃতজ্ঞতা আপনার কাছে। তথ্যগুলো আরেকটি পোস্টের মাধ্যমে তুলে উরলে হয়তো অনেকের সুবিধা হবে। আবারো অনেক ধন্যবাদ ভাইয়া।
আমি আমার এই পোস্টের মন্তব্য অংশে বেশ কিছু সংবাদপত্রের ঠিকানা, ফোন নম্বর, ফ্যাস্ক নম্বর এবং ইমেইল অ্যাড্রেস দিলাম। ঠিকানা গুলোতে যোগাযোগ করে রাহেলা'র বিষয়ে লেখালেখি করার অনুরোধ জানালে কৃতজ্ঞ থাকবো।
এবিষয়ে সকল ব্লগারের সহযোগিতা প্রত্যাশা করছি।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৮