আপনি কি হলিউড,বলিউড,ঢালিউড মুভির এন্ডিং নিয়ে বিরক্ত? একজন ভালো নায়ক, সব খারাপের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ায় এবং অবশেষে সে জয়ী হয়। এরকম এন্ডিং দেখতে দেখতে একঘেয়ে লাগে একসময়।
সেজন্য এবার কিছু ডিফ্রেন্ট টেস্ট নেন। নিম্নোক্ত সব মুভিতে মুভির শেষে নায়ক বা শুভ শক্তির পরাজয় ঘটে।
কথা আর না বাড়াইঃ
১- The Usual Suspects
এই মুভি দেখে লাস্টে এসে আমি পুরাই তব্দা খেয়ে গেলাম। সেরকম টুইস্টেড একটা মুভি।
রেটিং- 8.7
কেভিন স্প্যাসি বেস্ট সাপোর্টিং এক্টর হিসেবে অস্কার পেয়েছিলেন।
2 -The Dark Knight
এই মুভি নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। তবে অনেকে কনফিউশনে থাকতে পারেন জোকার শেষে জয়ী হয় কিভাবে?
কমেন্টে বললে ক্লিয়ার করে দেব
IMDb rating: 9.0
ভিলেন জোকার চরিত্রে অভিনয়ের জন্য প্রয়াত হেথ লেজার অস্কার পেয়েছিলেন।
3- Fight Club
এটাও সেইরকম মানের টুইস্ট মুভি। অভিনয় করেছেন বস দুই অভিনেতা ব্রাড পিট এবং এডওয়ার্ড নর্টন
IMDb rating: 8.9
4 - Se7en
সিরিয়াল কিলার নিয়ে নির্মিত টুইস্ট মুভি। অভিনয় করেছেন ব্রাড পিট, মরগান ফ্রিম্যান , কেভিন স্প্যাসি
IMDb rating- 8.7
মুভিতে ভিলেন চরিত্রে আছেন কেভিন স্প্যাসি
5- The Silence Of The Lambs
এটা সাইকোপ্যাথ সিরিয়াল কিলিং উপর বেইস করে তৈরি করা।
IMDb rating- 8.7
এই মুভিতে হেনিব্যাল লেক্টার চরিত্রে অভিনয় করে (মাত্র ১৬ মিনিটের ও কম সময়) অস্কার পেয়েছেন আন্থনি হপকিন্স। বুঝা গেল অস্কার পাইতে হলে অভিনয় জানা লাগে।
হেনিবাল এর আরো মুভি আছে। ওগুলা আমার দেখা হয় নাই।
৬- মেমেন্টো
সিরিয়াল কিলিং এর উপর নির্মিত মুভি যার কথায় কথায় টুইস্ট
তামিল মুভি গজনি এই মুভি থেকে মেরে দেয়া।
Rating: 8.6
নোলান বসের এই মুভিতে মুল চরিত্র গাই পিয়ার্স
নতুন করে এড করলামঃ
Oldboy (2003)
Rating: 8.4/10
অসাধারণ মুভি। টুইস্টের মুভি গুলোর মধ্যে টপ টেন এ থাকবে।
পোস্টার এড করতে পারলাম না। কারন আমি নাকি ম্যাক্সিমাম ইমেজ এড করে ফেলেছি
আরো আছে (এই মুভি গুলো দেখা হয় নাই। কিউতে আছে। দেখবো কিছুদিনের মধ্যেই)
নিয়েল ( হিমু ) বলেছেন: এমন একটা ছবি কি বলতে পারবেন যেটায় শেষ মুহুর্তে আর নিরিহ পাব্লিকরে নায়ক বাচাইতে পারে না । দেখতাম । একটু ভিন্য টেস্ট ।
নিয়েল, প্রশ্নের উত্তর এখানে দিলাম