মা - জেমস
জেমসের গাওয়া অসাধারণ একটি গান। এক ইন্টার্ভিউ তে জেমস বলেছিলেন কলকাতায় এক কনসার্টে নাকি এই গান তাকে ৩বার ও গেতে হয়েছে। মা'কে নিয়ে শোনা গান গুলির মধ্যে এই গানটাই আমার কাছে সেরা।


মা - রাশেদ
আসিফ ইকবালের লেখা ও রাশেদ এর গাওয়া দারুন একটি গান। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় আসিফ ইকবাল বলেচিলেন ১৪ বছর ধরে চেষ্টার পর এই গানটি লেখা শেষ করেছেন। শুনে আসলেই চোখে পানি আসার মত।

মধুর আমার মায়ের হাসি। - অনুপ ঘোষাল
পুরনো দিনের গান বলে অনেকেই হয়ত শুনেনি। তবে গানটা সুন্দর ই । ওল্ড ইজ গোল্ড।


মা - তাহসান
তাহসানের সর্বশেষ অ্যালবামের গান। অনেকেই হয়ত শুনেনি। শুনে দেখতে পারেন। গানটা শুনলেই মনের মধ্যে অন্য রকম একটা অনুভুতি আসে।

পথের ক্লান্তি ভুলে - হেমন্ত
গ্রামীণ ফোনের অ্যাডের জনপ্রিয় সেই গান।


একই ধরনের আমার আর একটি পোস্ট- ভালোবাসার এক ডজন প্যাকেজ বাংলা গান।


সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১২ রাত ১২:২১