আকাশকন্যা! সাঁতার জানে না তাই
বিরহে বিবেক মলিন হয়ে গেছে
আমি কেউ নই। তারই চুলের ধারা
বইছে আমার শুকিয়ে যাওয়া খাতে
তারই চুলের ধারায় সে
টিম টিম করে জ্বলে
আর ঘুরে ঘুরে আমাকেই বলে: কালিদহ
তুমি ঋষিদের আত্মহননে কালো
অশ্মত্থের ছায়ায় সবুজ
অপ্সরাদের স্নানে স্বর্গীয়...
আমি কেউ নই। তারই চুলের ধারায় সে
টিম টিম করে জ্বলে