"আহ্বান প্রাণের উৎসবে,
বাঁধ ভাঙো লেখা আর সংগ্রামে। "
আগামী ১৯ শে ডিসেম্বর ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস। ব্লগারদের প্রাণের উৎসব এই ব্লগ দিবস। এই দিনকে ব্লগাররা মিলে করে থাকেন নানা ধরনের আয়োজন। সবচেয়ে আনন্দের বিষয় হলো বছরের এই দিনে দেখা হয়ে যায় অন্তর্জালের পরিচিত নিকগুলোর সাথে, যাদের সাথে হয়তো আগে কখনো সাক্ষাৎ ঘটেনি! মোটকথা এই দিনে আমরা অন্তর্জাল থেকে বেরিয়ে আসি বাস্তবে।
দেশের অন্যান্য জায়গার মতো প্রতিবছরের ন্যায় এবারও আমাদের সিলেটে ব্লগ দিবস উদযাপিত হবে। মূলত আমাদের ফেসবুক গ্রুপ " সিলেটের ব্লগারস " এ ব্লগার ফয়সাল খলিলুর রহমান ভাইয়ের একটা পোস্টের সূত্রতা ধরেই আমরা সিলেটের ব্লগাররা একত্রিত হয়েছিলাম। এই মাসের ২০ তারিখে হয়ে যাওয়া এক বৈকালিক প্রাণবন্ত আড্ডায় অংশ নিয়েছিলেন মামুন ভাই, আশিক ভাই, আলমগীর ভাই, নিশাত ভাই, ফয়সাল ভাই, পাপ্পু ও আরো অনেকে। অনেকদিন পর সবাই একত্রিত হয়ে এক জম্পেস আড্ডা দিয়েছিলাম আমরা। সাথে ছিলো হালকা নাস্তারও আয়োজন।
আমাদের আড্ডায় উঠে এসেছিল কিভাবে সামনের ব্লগ দিবস আয়োজন করা যায়, কি কি পরিকল্পনা নেয়া যায় ও কোথায় ব্লগ দিবস উদযাপন করা যায়। ফয়সাল ভাই প্রস্তাব দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এবারের ব্লগ দিবস আয়োজন করা যায় কিনা। যেহেতু, সিলেটের আরও ব্লগাররা অনুপস্থিত ছিলেন সেকারণে আমরা ভেন্যুর ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। আরেকটি গুরুত্বপূর্ন প্রস্তাব উঠেছে এই ব্লগ দিবসে আমরা শীতার্তদের বস্ত্র বিতরণ করতে পারি কিনা। এব্যাপারে আমরা সবাই সম্মত হয়েছি। এছাড়াও আমরা আরো বেশকিছু বিষয় সংযোজিত করব যেগুলা কিনা হবে সম্পূর্ণ ভিন্ন ও মৌলিক। আমাদের সাথে যোগ দিবেন ঢাকা থেকে আগত ব্লগারবৃন্দ। উপস্থিত থাকবেন আমাদের দেশের স্বনামধন্য কয়েকজন ব্যাক্তিত্ব। অনুষ্ঠানের গোপনীয়তা রক্ষার স্বার্থে জাতির সামনে এখনই সবকিছু বলতে চাইছি না। আমাদের ব্যাতিক্রমী আয়োজনে বাংলা ব্লগের সব ব্লগাররা সাদরে আমন্ত্রিত। জানেনই তো সিলেটের মানুষ কতটা অতিথিপরায়ণ!
আমি সিলেটের ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি। উপরোক্ত বিষয়ে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে ব্লগ দিবসকে সুন্দর ও সফল করতে নিজ দায়িত্বে এগিয়ে আসুন। আপনাদের কাছ থেকে হয়তো আরও ভাল ভাল মতামত ও কর্মসূচি আসতে পারে। তাই আমি আশাকরি, সবার সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে বরাবরের ন্যায় এবারও আমরা একটি স্মরণীয় ব্লগ দিবস উদযাপন করব।
হয়তো আরেকটি মিটিং আমরা করতে পারি। আমাদের ফেবু গ্রুপে সেটা জানিয়ে দেয়া হবে।
গ্রুপ লিংক
দেশের অন্য যেসব জায়গায় ব্লগাররা ব্লগ দিবস আয়োজনের উদ্যোগ নিয়েছেন তাদের জন্য রইলো শুভ কামনা। বাংলা ব্লগ দিবস সফল ও স্বার্থক হোক।
বিগত বছরে সিলেটে উদযাপিত ব্লগ দিবসগুলোঃ
২০১২ সালে সিলেটের ব্লগডে আয়োজন,
সিলেটে ব্লগ-ডে উদযাপনের 'এ টু যেড' : সিলটি ফুয়াইন রকজ
২০১৩ সালে সিলেটের ব্লগডে আয়োজন,
সিলেটে ব্লগ ডে তে আড্ডা ও খানাপিনা!
প্রয়োজনেঃ ০১৭৩৭৬১২৫১৬
ফেবু আইডিঃ S K ( সোজা কথা)
তথ্য দিয়ে সহযোগীতা করেছেনঃ প্রিয় গল্পকার শ্রদ্ধেয় "মামুন রশিদ" ভাই।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৫