বাগানটি পৃথিবীর সবচেয়ে বড় ন্যাচারাল ফুলের বাগান। এই বাগানে রং বেরং এর যত ফুল ফুটে আছে তা দেখলে যে কারও মনে হতে পারে যে কৃত্রিম ফুল দিয়ে এটাকে সাজানো হয়েছে।
কিন্তু এই ধারণাটি একদম সত্যি নয়। ঐ যে বললাম ফুল ফুটে প্রকৃতির আপন খেয়ালে। আর মানুষ তার রুচিবোধের প্রকাশ টায় সেগুলোকে
মনের মতো করে সাজিয়ে।
সেরকমই প্রকৃতির খেয়ালের সাথে মানুষের সৌন্দর্যপিয়াসী মনের সমন্বয়ে গড়ে উঠেছে এই বাগানটি। এর ঠিকানা মধ্যপ্রাচ্যের একটি ধনী দেশে, দুবাই এ।
৭২,০০০ বর্গমিটার এলাকাজুড়ে অবস্থিত বাগানটি পৃথিবীর সবচেয়ে বড় ন্যাচারাল ফুলের বাগান। দুবাইবাসীর গর্বের একটি জায়গা নিঃসন্দেহে।
দুবাইল্যান্ডে অবস্থিত এই বাগানটি যে কোন পর্যটকের কাছে অত্যন্ত আকর্ষণীয়। নির্দিষ্ট হারে টিকেটের বিনিময়ে পর্যটকরা ইচ্ছে করলে এই বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারে।
প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বেলায় এই বাগানে প্রবেশ করতে হলে খরচ করতে হবে মাথাপিছু ২০ দিরহাম বা ৫.৫০ মার্কিন ডলার।
তবে তিন বছরের কম বয়সী শিশুরা বিনা পয়সায় এই বাগানে প্রবেশ করতে পারে। শিশু আর ফুলের মধ্যকার সম্পর্ক অত্যন্ত কাছাকাছি বলেই হয়তো এই ব্যবস্থা করা হয়েছে।
এই বাগানটিকে বলা হয় মিরাকল অব দ্যা গার্ডেন। সৌন্দর্যপিয়াসী মানুষ মাত্রই যদি একবার এই বাগানে প্রবেশ করার সুযোগ পান তাহলে বুঝতে পারবেন এই ধরনের নামকরণের পেছনের কারণ।
প্রকৃতির অবারিত এই স্যেন্দর্য উদ্যানে যদি কোনদিন প্রবেশ করার সুযোগ পাই, মায়াময় সুন্দরকে কাছ থেকে দেখার সৌভাগ্য যদি কোনদিন হয় তাহলে নিজকে অত্যন্ত ভাগ্যবান মনে করব।