তার দিকে গড়ানো যায় গল্পের বল , দ্বিধাশব্দ , একুশটা বিষন্ন মার্বেল !
আস্তিনের রোরুদ্য গোলাপ তার দিকে গড়িয়ে দেয়া যায় । এই বিমর্ষ গোধূলি চন্দ্রাতপ , উদ্ভাবনী সকল বেলুন ... গড়িয়ে দেয়া যায় কেমন ইশ্কাপনের দান , মুদ্রাসঙ্কেত , সৌরপতনের সূত্রাবলী !
তার দিকে গড়ানো যায় একুশটা বিষন্ন মার্বেল । ওরা প্রত্নমূল্য জানেনি আর দ্রুত ভুলে গেছে খননের দাগ... ব্যাসকূট যেভাবে হয়ে ওঠে প্রাঞ্জল , এক চিহ্ন ফসিল...