**** ৬ ষট বাংলা ব্লগ দিবস ২০১৪ ং ১৯ শে ডিডেসর সফল হোক ।। এস বাংলা ভাষার িবকাশ ঘটাই প্রানের মিলন মেলায় , সকল বাংলা ভাষাভাষী লেখক , পাঠক , সমালোচক ও অনুরাগী ব্লগে লিখিয়ে বন্ধুগন । আসুন প্রস্তুতি নেই বর্ণিল কাংকিত আয়োজনের । এ বিষয়ে বিশিষ্ট ব্লগার মইনুল ভাইকে
ধন্যবাদ জ্ঞাপন করি সকলের মতামত আলোচ্য বিনিময় পোস্ট দেয়ার জন্য । ইতিমধ্য সামু কর্তৃপক্ষ এ বছর কিভাবে কতটুকু পরিবেশে আমাদের একত্রিত করবে , সাজাবে , সেটাই দেখার বিষয় । আর সামু কর্তৃপক্ষ আমাদের নিকট থেকে কি আশা করে তাও ভাবনার ফসল । আর যারা আঞ্চলিক ভাবে নিজ নিজ জেলা উপাজেলা বা অন্যত্র পালন করছেন তাদের জন্যও থাকল অশেষ ব্লগিয় শুভেচ্ছা ।
বাংলা ব্লগ আনন্দ ছড়িয়ে যাক সারা বিশ্বময় ।
************
*** ব্লগ দিবসের থিম সঙ্গীত ।। প্রস্তাব , সবাই মিলে গানটি গাওয়া যায় ।
আমরা মুক্ত আমরা শাশ্বত বাক স্বাধীনতায়
আমরা দুরন্ত আমরা দুর্বার বাংলাভাষায় [ দুই বার ]
এস জাগরন ও বন্ধনে
বাংলা ব্লগ কাননে
ভাষার ফুল ফুটাই এস সবেমিলে নব চেতনায় ঐ
আমাদের কলমে ন্যায়ের বঙ্গিশিখা
আলোর দিশারি হবে মুক্ত লেখা
ভয় বাধা ভেঙ্গে এস একতার ঐ মিলন মেলায় ঐ
স্থাপন রাখি বিশ্ব শান্তি
দূর করি অন্ধকার অন্যায় ভ্রান্তি
মানবের কল্যানে নিয়োজিত থাকি এস সমাজসেবায় ঐ
*************
আমি সামুর চলমান সকল বিশিষ্ট ব্লগার পাঠক লিখিয়ে বন্ধুদের সঙ্গে তড়িৎ যোগাযোগ
করার লিংক যোগ করলাম ।
মোবাইল ০১৭৯৪৫১৩৭৪১ ।
ইমেইল [email protected]
কেমন ছিল অতিত ব্লগ আয়োজন , স্মৃতির দর্পণে ২০১৩ ।
Click This Link
প্রাপ্তি , Click This Link
বিঃ দ্রঃ ব্যানারে উল্লেখ ২০১৫ ং এর ,বদলে হবে ১৪ ং । সাময়িক ত্রুটির জন্য দুঃখিত ।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৭