পরিবেশ বন্ধুর সংকিপ্ত কবি পরিচিতি । একটি ছবি একটি কবিতা
**************
পাঠক হৃদয়ে জানাই অবারিত অভিনন্দন ।
উৎসর্গ , আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্মরণে ।
সব পাঠকের হৃদয়ে ।।
এম , জিল্লুর রহমান মাসুদ রানা
কবি ও সাহিত্যিক
জন্মতারিখ , ৬/১০//১৯৭৭ ইং
পিতা * মোঃ দেওয়ান আলী
মাতা * মোছা ঃ শামছুননাহার মাহমুদ ।
গ্রাম, সৈয়দ পুর ।
ইউনিয়ন , বাদশাগঞ্জ ।
উপজেলা , ধরমপাশা সুনামগঞ্জ ।
বিভাগ সিলেট । ঢাকা বাংলাদেশ ।
কাব্য সমালোচনায় "" আলহাজ আল্লামা মুফতি ছদরুল আমিন রেজভি
সম্পাদক , মাসিক আলঈমান ।
প্রধান উপদেষ্টা , তরিকত এক্য বাংলাদেশ ।
পুস্তিকা , লেখক কর্তৃক সর্বস্বতঃ সংরক্ষিত ।
লেখা নকল করা , বা অন্য নামে চালিয়ে দেওয়া আইনত কঠিন শাস্তির বিধান ।
এছাড়া লেখকের অনলাইনে প্রকাশিত বই এর তালিকা ,
কবিতার বই সংখ্যা *** মেঘ বালিকার দেশে । একুশে বইমেলা ২০১৫ প্রকাশিত ।
******************
সত্যর মুক্তি , ফুলেল সুভাস ,অচেনা ভারি মুখ ,
উপন্যাস *** প্রিয়মুখের ছায়া , ভাঙ্গা গড়া এ সমাজ ।
নাটক ***
, দেশ গড়ার সংগ্রাম ।
গিতিকাব্য *** দিল দরিয়া / হৃদয়ে যে সুর বাজে । প্রিয় জেনে নিও
, গ্রামিন লোকজ কথা ।
কাব্য *** মন মহুয়া ।
গবেষণা গ্রস্থ *** ইসলাম মানবের মুক্তি ।
*** নুর নবী হযরত এবং আউলিয়া কেরামের হেদায়েত প্রসঙ্গ ।
বাংলার লোকগাথা , ও গ্রামবাংলার গল্প সমগ্র সহ নানা বিষয়ে ।
সম্পাদক *** একুশে ম্যাগাজিন " উদ্ঘাটন ও সুচেনা বার্তা ।
আহবায়ক সংঘটক *** কবি সমাজ বাংলাদেশ ।
সংশ্লিষ্ট
জাতীর প্রেস ও ইন্টারন্যট সমন্বয় কমিটি ।
একটি কবিতা ।। স্রস্টা ও বান্ধার নিগুড় তথ্য
************* পরিবেশ বন্ধু কবি
নিজ খুত্রতে হয়ে সমাসীন প্রভু নিরাঞ্জন
১ম মোহাম্মাদী নুর করিল সৃজন
প্রভুর নুর হতে নুর জাগে রহমত
নুরে হইল সৃজন কুল মাখলুকাত
মাটি আগুন পানি বাতাস
ত্রি ভুবন হইল প্রকাশ
আগুন পানি বাতাস মিশে
ঘূর্ণিউটে প্রলয়উল্লাসে
জলাকারে ডিম্ভু ভাসে
ফেটে সাজিল রবি শশী আসমান জমিন ।
হারিছ , মারিছ , সিংহ , অসুর
তারাও জাতী সৃষ্টি প্রভুর
সৃষ্টি অসংখ্য ফেরেস্তা জীন
খেলিছ কত যে খেলা সেজে ব্রম্ম নিরঞ্জন
ধংশ হল যত আদি জাত
বানালেন আদম ছবি নিজ ছুরত
কপালে ভাসল নুরে মোহাম্মাদ
হাওয়া পেয়ে আদমের সজীব হল প্রান
প্রভুর হুকুমে সেজদা করে ফেরেস্তারা
আদেশ বামেনে আবেদ হইল শয়তান ।
আদম হাওয়া বেহেস্তে ছিল
সুযোগে শয়তান ধুকা দিল
আদম হাওয়া আসল দুনিয়ায়
বহু বছর পর মিলন হইল কানায়ে কাবায়
আদম হাওয়ার মাঝেই লুকাইয়া সাই
সাজাইল প্রেমের বাগান বুঝার সাধ্য নাই
তিনি ভাঙে তিনি গড়ে
বহুরূপী যুগ যুগান্তরে
আবার হৃদয় মাঝে বসবাস করে
তারে খুজে পায় অলি সাধু আর নবী প্রেমিকজন ।
মিরপুর , ঢাকা ।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৬