কেন ? পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি
**********************
তার সাথে ১ম কমেন্ট
**********
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অনেক শুভেচ্ছা। শিরোনামের মানে কি? বুঝিনি।
লেখক বলেছেন: বন্ধু ঝড়ে না পড়ার অর্থই স্বর্ণা , উএস মানে সাদা মনের মানুষ
তোমার নামটি যথার্থ ধন্যবাদ
লেখক বলেছেন: ফুলের সুভাস
*************
সৃষ্টির সেরা আবেদন মানুষের হৃদয়ের কথা থাকে কবিতায়
অনন্ত ময় জগতের যত বিস্ময় , শিল্প রূপ আকা হয় সেথায়
যুগে যুগে যত প্রেম যত বেদনা যত ইতিহাস
ধরে ফল কবিতায় বারমাস ।
হৃদয়ের গহন থেকে যত শব্দ চয়ন
সবি উপহার হয়ে ভাসে কারও দুনয়ন । প্রমিজ পরিবেশ বন্ধু
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: সুন্দর।
লেখক বলেছেন: কে গো তুমি স্বপ্ন চারিণী
একলাটি যাও বন পথে
ফুলের কুঁড়ি জড়ান কুপায়
এস কথা কহি দুজনাতে
কপালে টিপ অহে চন্রমুখি
যাদু করে দুটি কাল আঁখি
ঘোমটা পড়া নোলক ও নথে ঐ
খেলা চলে কত না নিরবে
খুজিতাই হৃদয়ে অনুভবে
তব বহুদুর মনে হয় চিনিতে ঐ
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অনেক ভাল এসব কিভাবে লিখেন ।।
লেখক বলেছেন: হৃদয়ে খোঁদার আসন
আমি অনির্বাণ বিশ্ব অশনি সংকেত কৃষ্ণ শ্যাম বাঁশরীর উত্তাল মহা
প্রলয় ভেরী
আমি সর্ব ভোলকে নিমিষে সহসা সঞ্চারী ।
যুগে যুগে প্রলউল্লাস কীর্তিনাশা বৃত্তে জাগ্রত বর্ণীল বিশালতায়
আমি নিরবধি সোচ্চার প্রচণ্ড উম্মাদ উসশ্রিংখলতায় ।
আমি মহা রাজ ধি্রেশ্বর স্বর্গ শিশু
সমস্তের মমতা ছবি
সব হৃদয়ে আমার বসবাস
এক পরিবেশ বন্ধু কবি ।
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: এত কঠিন। বুঝিনা |
লেখক বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: কেমন আছেন?
পরিবেশ বন্ধু বলেছেন: যেমন স্মরণ তেমন
এবার যেবার যখন
আমি খেয়াল রাখি
সব লেখায়
তুমি থাক খুলে আঁখি
আমার আঙ্গিনায় ।
ভুল হলনা তো
অনেক দিনের চেনা
সত্য কথা ফুলের হাসি
ভুলি হয়ে আনমনা ।
আমারও তোমার প্রতি
গভীর খেয়াল থাকে
জানিনা এ লেখা
সটিক কিনা যাকে ।
লেখক বলেছেন:
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লেখক বলেছেন: সখি লয়ে ছড়াই কিছু কল্পনার রঙ
যদি মিলে হৃদ আকাশে কুহকের সঙ ।
নয়ন তারায় সখি জল রং আখা
কত না ছবি সেথা মমতা মাখা ।
লেখক বলেছেন:
পরিবেশ বন্ধু বলেছেন: মাসুদ রান৮২ বলেছেন: এত ভালবাসি ফুলেরও হাসি
হ্রদয়ে ফুটে কুসুম
আর কত দিন তার সৌরভে
আসেনা দুচোখে ঘুম ।
পাপড়িতে ওড়ে প্রজাপতি
রঙ ছোঁয়া পাখনা যে রঙ্গিন
ফুলের হাসি তাই দিবানিশি
এনে দেয় প্রফুল্লতা প্রতিদিন ।
যদি চাও ধরি বারে
ফুলের সুভাস
আমার দেশে বিচিত্রতায়
সজিবতা পাবে বার মাস
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন
কেমন আছেন মাসুদ? আশা করি অনেক ভাল আছেন। কবিতাটা কি আপনার লেখা? অনেক সুন্দর। সবসময় অনেক ভাল থাকবেন।
লেখক বলেছেন: ফুল হায় ফুল
সুভাসে আজি
হৃদয় আকুল
প্রজাপতি মৌ
ওড়ে ডানা মেলে
কেমন এ ফুল
সব গেলাম ভুলে ।
আর যদি তারে
গন্ধ বিলাও
ফুলের মুল্য বুঝে
নাম জেনে নাও ।
*** পরিবেশ বন্ধু বলেছেন: আজি নব সাজে রাঙ্গা ভুবন
এত ভাবি বসে
মানুষের চিরন্তন ভাবাবেগ
কোত্থেকে আসে
কাজ নেই কারও তবু লাজে মরে
ফুলের হাসি কভু তায় দেখিবারে ।
দিন যায় বদলে ভুলে সব স্মৃতি
কি জানি কি অভিমানে
বাধা রয় জনে জনে
ফুল তুলে লয় গলে হারায়ে সাথি
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন
আপনাকে দেখে আমি অবাক, প্রিয় বন্ধু। সব সময় আপনাকে আমার পাশে পেয়ে আমি ধন্য!!!!!!!! প্লিজ কখনও ছেড়ে যাবেন না।
কথা বলো, না বলো
ওগো বন্ধু
ছায়া হয়ে তবু পাশে রইব।
পরিবেশ বন্ধু বলেছেন: প্রতিভা রয় লুকিয়ে
যারা লাগায় কাজে
তারাই আজি সফল
এ জগত মাঝে ।
প্রতিভার মুল্য বুঝে
দেয় যারা দাম
জগতে টিকে রয়
তাদেরি নাম ।
সাবাশ কামাল
অক্ষয় রবে কীর্তি
শুভেচ্ছা স্বর্ণা
দিলে সুন্দর পরিচিতি ।
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন মন ভালনা ।।
পরিবেশ বন্ধু বলেছেন: বহুদিন যাবত চাঁদ উটেনা আকাশে
ফুটেনা বৃক্ষে কুসুমিত ফুল
তবে কি সবি মনের ভুল ।
স্বর্ণা ভাল আছ ?
ব্লগ দিবস শুভ হোক , সবাই মিলে অনেক আনন্দ উপভোগ কর ।
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন
ভাল আছি, প্রিয় বন্ধু। আপনি কেমন আছেন? আশা করি অনেক ভাল। আপনাকেও ব্লগ দিবসের শুভেচ্ছা। আপনি কি অনুষ্ঠানে আসবেন? আমি তো আসতে পারব না কিন্তু অনলাইনে সবার ছবি ও ভিডিও দেখব। অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকবেন ও মনে রাখবেন। অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।
এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে
সকাল বিকেল বেলা
কত পুরোনো নতুন পরিচিত গান
গাইতাম খুলে গলা
কত এলোমেলো পথ হেঁটেছি দু'জন
হাত ছিল না তো হাতে
ছিল যে যার জীবনে দু'টো মন
ছিল জড়াজড়ি একসাথে
পরিবেশ বন্ধু বলেছেন: স্বর্ণা ঈদের ছুটি শেষে আবার ঢাকায় / দেখত ভাল দৃষ্টিতে চিনতে
পার কিনা আমায় ।
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রিয় পরিবেশ বন্ধু,
আপনাকে চিনব না কেন? আপনি তো আমার প্রিয় পরিবেশ বন্ধু। ভাল দৃষ্টিতে কেন? আমার তো খারাপ কোনো দৃষ্টি নেই। আমি সব সময় ভাল দৃষ্টিতেই দেখি। আপনাকে আমি চিনেছি। ঈদ কেমন কেটেছে? আশা করি খুব ভাল। ঈদ মুবারাক। ঈদের অনেক শুভেচ্ছা রইল। আশা করি ভাল আছেন। আমি একটু অসুস্থ। আমার জন্য আশীর্বাদ করবেন।
"ভাল থাকবেন,
মনে রাখবেন!!!"
যদি তারে নাই চিনি গো সেকি,
সেকি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে?
জানিনে...
পরিবেশ বন্ধু বলেছেন: শুন মোর কথা
ভাবি নিরালায়
এমন প্রতিভা রয় লুকিয়ে
স্বপ্নে হুমায়ুন আমারে কাঁদায় ।
তার মত লিখি কত
মন আলো করে
কি লাভ কাব্য সাজায়ে
হুট করে যদি যাই মরে ।
আর ভাবি যার পানে
হৃদয় উজার করে
অবশ্যই আমায় মনে
রাখবে ধরে ।
আজি তার লাগি করি দোয়া / যে ছিল মোর হৃদয়ের ছায়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৭টি মন্তব্য ১৮টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন