ভালোবেসে ভক্তি ভরে কত ভক্ত তোমায় করে নৈবেদ্য দান
শত ভক্তের ভীড়ে কখনও কি খুঁজে থাক আমার মুখটি ?
মনে পড়েনা না?
তুমি কি এখনো সম্মুখে আসন পেতে ধুপ শিখার গন্ধ গায়ে মেখে
দেবতার আলোকে দ্যুতি ছড়াও ?
কখনো কি মন্ত্র ভুলে আমার নামটি চলে আসে ?
স্পর্শ বোঝ ?
বসন্ত বাতাসে শিহরণ খেলে যায় কি ?
সর্বাঙ্গে ঔদ্ধত্য মেখে বর চাইতে গিয়ে আমি তোমাকেই চেয়েছিলাম,
আমার স্পর্শে জেগে ওঠেছিল তোমার হাজার বছরের কামনা
আর আমি হয়েছি অসুচী, অস্পৃশ্য ।।
তোমার বেদিতলে হৃদয় রেখে আলোকিত করেছি হৃদয়,
অন্ধকার কি কখনো ঢেকে দিতে পারে !
হয়না না?
নিঃস্ব-রিক্ত হয়ে ভালবেসেছি হৃদ মাঝারে রাখবো তোমায়
অপবিত্র হয়েছিলে বুঝি ?
বিস্মৃত বেদনার বীষ দুঃসহ সান্ত্বনাহীন-মনমরা এক শঙ্খচিল;
না, জানতে চাইনি কেমন আছো
বুকের ভেতর দুমড়ে মুচড়ে রেখে দিলাম প্রশ্ন'টা
কেবলই কিছু আবেগী মেঘ প্রতিনিয়ত নিয়ম ভঙ্গের
প্রতিযোগিতায় মত্ত থেকে বার বার তোমায় মনে করিয়ে দেয় !!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৬