Website Address: http://www.immigrationandsettlement.org/
ইমিগ্রেশন টু কানাডা - কিভাবে পেতে পারি প্রভিন্স নমিনেশন ও বোনাস ৬০০ পয়েন্ট? - পর্ব ০২
গত পর্বেই আভাস দিয়েছিলাম যে, আজকে কুইবেক আর সাচকাচোয়ান প্রভিন্স নিয়ে আলোচনা করবো। কথা না বাড়িয়ে সরাসরি চলুন জেনে নেই এই দুই প্রভিন্সে আবেদনের যোগ্যতা।
ক্যুবেক:
কুইবেক প্রভিন্স এ বছর প্রতি ইনটেকে ৫০০০ করে মোট ১০ হাজার আবেদন জমা নিয়েছে। সংখ্যাটা সত্যিই বেশ বড়। ২০১৬ সালের জন্য তারা আর কোন ইনটেক ওপেন করবেনা তবে ২০১৭ তে এই সংখ্যা বেড়েও যেতে পারে।
প্রসেসিং টাইমঃ
কুব্যেক সিলেকসান সার্টিফিকেট পেতে ওয়েবসাইটের তথ্য মতে প্রায় ৩০ মাসের মত লাগে। কিন্তু আশার কথা হচ্ছে এই যে, এখন ইন্টার্ভিউ না থাকায় প্রসেসিং টাইম হয়তো কমে আসবে। সার্টিফিকেট পাওয়ার পর PR এর জন্য আবেদন করতে হয়, এই ক্ষেত্রে PR পেতে ১২ মাসের মত সময় লাগে। অর্থাৎ কুইবেকে সফলভাবে প্রোফাইল সাবমিটকারীগণ ৩ বছরের আগে ভিসার আশা করতে পারেন না। যে কারনে তার নাম আমি দিয়েছি "সুপার স্লো প্রভিন্স"।
কিন্তু এরপরেও কুইবেকে এপ্লিকেশন করার জন্য অনেকেই মরিয়া। কেন বলুন তো?
আচ্ছা, কারণগুলো আমিই খুঁজে বের করার চেষ্টা করেছি:
১। IELTS আর ECA ছাড়াও আবেদন করা যায়
২। স্পাউস ও বাচ্চাদের থেকে বেশ কিছু পয়েন্ট পাওয়া যায়
৩। ব্যাংক স্টেটমেন্ট ছাড়াই আবেদন করা যায়। রিকয়ার্ড ফান্ড ব্যাঙ্কে আছে, শুধু ডিকলেয়ার করলেই ফান্ডের পয়েন্ট পাওয়া যায়।
এলিজিবিলিটি:
একজন সিঙ্গেল আবেদনকারি কে নুন্যতম ৪৯ পয়েন্ট পেতে হবে এবং বিবাহিত আবেদনকারিকে ৫৭ পয়েন্ট পেতে হবে।
আপনি এলিজিবল কি না তা জেনে নিতে পারেন এখান থেকে।
ডাক্তার, ডেন্টিস্ট অর্থাৎ রেগুলেটেড জবধারীরা এই প্রোগ্রামের আওতায় আপ্লাই করতে পারবেন না, কারন তাদের ডিগ্রি ট্রেনিং লিস্ট থেকে কোন পয়েন্ট পাবে না। তাই এই পেশাজীবিদের পক্ষে রিকয়ার্ড পয়েন্ট তোলা সম্ভব নয়।
পয়েন্টের বন্টন নিম্নরূপঃ
মুল আবেদনকারী:
# বয়সঃ ৩৫ পর্যন্ত ১৬ পয়েন্ট এর পর থেকে প্রতি বছরের জন্য ২ পয়েন্ট করে কাটা যাবে ।
#শিক্ষাঃ মাস্টার্স - ১২
#ট্রেনিংঃ ০৮ থেকে ১৬
#IELTS: সর্বোচ্চ ৬ । আর প্রতি ব্যান্ডে ৫ করে পেলে ও সর্বমোট ৪ পয়েন্ট পাবেন।
#চাকুরীর অভিজ্ঞতাঃ ৪ বছরের জন্য ৮ পয়েন্ট। চাকুরী ও একাডেমিক ব্যাকগ্রাউন্ড একই ফীল্ডের হতে হবে তবে আবেদনকারী যদি শেষ ৫ বছরের মধ্যে পড়াশুনা শেষ করে থাকেন তাহলে চাকুরী পড়াশুনার একই ফিল্ডে না হলেও পয়েন্ট পাবেন।
#আত্মীয়ঃ কেবল মাত্র বাবা মা, ভাই বোন যদি কুব্যেকে থাকে তবে তার জন্য ৩ পয়েন্ট
# ফান্ডঃ নুন্যতম ফান্ড থাকলে ১ পয়েন্ট পাওয়া যায়
স্পাউস:
বয়সঃ ৩ পয়েন্ট (35)
শিক্ষাঃ ৪ পয়েন্ট (Masters)
ট্রেনিংঃ ৪ পয়েন্ট (Computer Science and Engineering)
বাচ্চা:
সর্বাধিক ৮ পয়েন্ট (প্রতি বাচ্চার জন্য ৪ পয়েন্ট, যদি তাদের বয়স ১২ নিচে হয়, ১২ এর উপর হলে প্রতি বাচ্চার জন্য ১ পয়েন্ট করে পাওয়া যাবে।
কুব্যেক ইমিগ্রেসানে সফল হবার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদনকারী ট্রেনিং লিস্ট থেকে কত পয়েন্ট পাচ্ছেন। ট্রেনিং লিস্ট বলতে আবেদনকারীর ব্যাচেলর ও মাস্টার্স এর প্রধান বিষয় কে বোঝানো হচ্ছে।
ট্রেনিং লিস্টের লিঙ্কটি নিম্নে দেয়া হল।
লিঙ্কঃ
আগ্রহী আবেদনকারীরা এই লিঙ্কের মাধ্যেম একাউন্ট খুলতে পারেন।
প্রোফাইল খোলা থাকলে ২০১৭ তে ইনটেক ঘোষণা করা হলে নির্ধারিত সময়ে আবেদনকারী তার প্রোফাইল সাবমিট করতে পারবেন। যদিও বিশ্বের লাখ লাখ আবেদনকারী একইসময়ে কুইবেক ভার্চুয়াল রুমে প্রবেশ করাতে নির্ধারিত সময়ে প্রথমে ৫০০০ এর মধ্যে নিজের অবস্থান নিশ্চিত করা সত্যিই কঠিন। কুইবেকে সফলভাবে প্রোফাইল সাবমিটকারী আবেদনকারীগনকে প্রিন্সিপাল এপ্লিক্যান্টের জন্য 757 CAD , এবং প্রতি ডিপেন্ডেন্টের জন্য 162 CAD করে আবেদন ফী জমা দিতে হবে।
সাচকাচোয়ানঃ
সাচকাচোয়ান প্রভিন্স এ পর্যন্ত আলোচিত সবগুলো প্রভিন্সের মধ্যে আমার সবথেকে পছন্দের প্রভিন্স। কেন পছন্দের? কেননা এই প্রভিন্স থেকে দ্রুততম সময়ে নমিনেশন নিয়ে ৬০০ বোনাস পয়েন্ট পেয়ে ITA পাওয়া যায়। আবেদনের ৫ দিনের মধ্যেও অনেক আবেদনকারী নমিনেশন পেয়েছেন। আর সর্বোচ্চ ৪-৬ মাস। নমিনেশনের পর PR আবেদনের জন্য ১২ মাস । অর্থাৎ এই প্রভিন্সে আবেদনকারী কেউ নমিনেশন পেয়ে ৬-১৮ মাসের মধ্যে কানাডায় ল্যান্ড করতে পারেন। এই সুপার ফার্স্ট সাসকাচোয়ানকে পছন্দের আরো কারণ আছে।
এই যেমন কুইবেকের মত তার কোন ফী- এর ভেজাল নেই। আর তার থেকে বড় কথা হচ্ছে, কোন আবেদনকারী যদি FSW গ্রীডের ৬৭ পয়েন্ট যোগাড় করে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল ক্রিয়েট করতে ব্যর্থও হন, তাদের জন্যও সাচকাচোয়ান আলাদা একটি প্রোগ্রাম রেখেছে। যার নাম হচ্ছে OID (Occupation in Demand). এমনকি IELTS এ CLB Band 5 থাকলেও এই OID স্ট্রীমে আবেদন করা যায় । অর্থাৎ যে সকল আবেদনকারীর এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল আছে তার সাচকাচোয়ান এক্সপ্রেস এন্ট্রি স্ট্রীমে আবেদন করবে এবং যাদের নেই তারা সাচকাচোয়ান OID স্ট্রীমে আবেদন করবে। তবে যাদের এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল আছে তারাও চাইলে OID স্ট্রীমে আবেদন করতে পারবে। উভয় প্রকার আবেদনকারীদেরকেই সাচকাচোয়ান পয়েন্ট গ্রীডের ১০০ তে নূন্যতম ৬০ পেতে হবে এলিজিবল হওয়ার জন্য।
এবার বলি সাচকাচোয়ানের নেগেটিভ দিকগুলো।
১। তাদের অকুপেশন ডিম্যান্ড লিস্টের বাইরের পেশাধারীগন আবেদন করতে পারবেন না।
২। আবেদনের পূর্বে আবেদনকারীর নূন্যতম ৩ মাস মেয়াদী ফান্ড থাকতে হবে আবেদনকারীর বা তার স্পাউসের নামে। CIC কর্তৃক নির্ধারিত ফান্ডের থেকে এক টাকা কম থাকলেও কিংবা ৩ মাসের ১ দিন মেয়াদ কম থাকলেও আবেদন খারিজ হওয়ার নজির রয়েছে।
৩। আগে থেকে ইনটেক ওপেন হওয়ার কোন ঘোষণা দেয় না । হঠাৎ করে ওপেন হয় এবং নির্ধারিত সংখ্যক আবেদন জমা নেয়ার পর পুনরায় বন্ধ হয়ে যায় । কখনো এর এক্সপ্রেস এন্ট্রি ইনটেক ওপেন হয় এবং কখনো OID ইনটেক। তাই প্রোফাইল রেডি রেখে নিয়মিত তাদের সাইটে চোখ রাখতে হয় যাতে ইনটেক ওপেন হলেই প্রোফাইল সাবমিট করা যায়।
তবে উপরিউক্ত ব্যাপারগুলো ছাড়া সাচকাচোয়ান প্রভিন্স সত্যিই ইমিগ্রেশন প্রত্যাশীদের জন্য এক আশার আলো।
সবার জন্য শুভকামনা।
ইমিগ্রেশন টু কানাডা - ডকুমেন্ট চেকলিস্ট - পর্ব ০১
লক্ষ্য করুন:
*বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে help@immigrationandsettlement.org -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে help@immigrationandsettlement.org -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন: Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ রাত ১:২৭