Website Address: http://www.immigrationandsettlement.org/
ইমিগ্রেশন টু কানাডা: শুরুর কথা
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ১ম পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ২য় পর্ব
কানাডিয়ান ইমিগ্রেশন প্রসেসিং-এ আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে FSW গ্রীডের ৫ ও ৬ নম্বর ফ্যাক্টর অর্থাৎ
১. কানাডিয়ান ভ্যালিড জব অফার এবং
২. এডাপ্টিবিলিটি।
কানাডিয়ান ভ্যালিড জব অফার থেকে প্রাপ্ত পয়েন্ট:
একজন আবেদনকারী যদি নিম্নোক্ত শর্তাবলিসহ কানাডাতে কোন জব অফার পান, তাহলে তিনি এ ফ্যাক্টরে ১০ নম্বর পাবেন:
১। জব অফার ফুলটাইম , স্থায়ী হতে হবে এবং কোন সিজনাল কাজ হতে পারবেনা।
২। জব অফার National Occupational Classification (NOC) লিস্টের স্কিল টাইপ 0 অথবা স্কিল টাইপ A অথবা B এর হতে হবে।
উপরের লাইনগুলো শুনতে যতটাই সুন্দর বাস্তবতা ঠিক ততটাই ভিন্ন । কারন বাংলাদেশ থেকে কারও কানাডিয়ান ভ্যালিড জব অফার পাওয়া শুধু দুঃসাধ্যই নয় অসম্ভব ও বটে। কেননা ইমিগ্রেশনের রুল অনুযায়ী কানাডিয়ান কোন ইমপ্লয়ার/ চাকুরিদাতা তখনি ইন্ট্যারন্যাশনাল ইমপ্লয়ী হায়ার করতে পারবেন যখন তিনি ঐ জবের জন্য কোন কানাডিয়ান নাগরিক খুজে বের করতে ব্যর্থ হবেন। এমনকি কানাডায় ইমিগ্র্যান্ট ভিসায় আগত যে কাউকেই কানাডায় জব পেতে হলে এখানকার ডিগ্রী অর্জন করতে হবে।
কাজেই এই ১০ পয়েন্টের মায়া ছেড়ে দিয়েই যুদ্ধে নামতে হবে। এবিষয়ের আরো ও তথ্য (মূলত: যারা অলরেডী কানাডায় অস্থায়ী ভাবে বসবাস করছেন তাদের জন্য প্রযোজ্য) জানতে হলে এই লিঙ্ক এ ক্লিক করুন।
কানাডায় টিকে থাকার যোগ্যতা বা এডাপ্টিবিলিটি থেকে প্রাপ্ত পয়েন্ট:
জব অফারের মত্ এই ফ্যাক্টরের জন্য নির্ধারিত সর্বোচ্চ পয়েন্ট ও ১০। এই ফ্যাক্টরের ৬ টি শর্তের মধ্য থেকে আবেদনকারীর প্রোফাইলের সাথে মিলে যাওয়া যে কোন শর্তের জন্য তিনি সর্বনিম্ন ৫ অথবা সর্বোচ্চ ১০ পেতে পারেন। এবং কোন শর্ত পূরণ করতে না পারলে এখানে থেকে কোন পয়েন্ট পাবেন না।
শর্ত ০১- আবেদনকারীর স্পাউসের (স্বামী/স্ত্রী) ইংরেজি ভাষার দক্ষতা যদি নূন্যতম CLB লেভেল 4 বরাবর হয় তাহলে তিনি ৫ পয়েন্ট সিকিউর করতে পারবেন। এক্ষেত্রে স্পাউসের IELTS স্কোর অবশ্যই জমা দিতে হবে।
(CLB লেভেল নিয়ে বিস্তারিত বলা হয়েছে "আমি কি এলিজিবল?-১ম পর্ব" তে।)
শর্ত ০২- আবেদনকারী যদি অতীতে নূন্যতম ২ বছর কানাডায় ফুলটাইম লেখাপড়া করে থাকেন (১৫ ঘন্টা ক্লাস প্রতি সপ্তাহ) তাহলে তার জন্য তিনি ৫ পয়েন্ট পাবেন । একইভাবে তার স্পাউস-ও যদি এই শর্ত পূরণ করতে পারেন তাহলে ০৫ পয়েন্ট পাওয়া যাবে। অর্থাৎ যে কোন একজনের পাস্ট স্ট্যাডি হিস্টোরির জন্য ০৫ এবং উভয়ের জন্য ১০ পয়েন্ট পাওয়া যাবে।
শর্ত ০৩- আবেদনকারী যদি অতীতে নূন্যতম ১ বছর কানাডায় ফুলটাইম জব করে থাকেন (NOC লিস্টের স্কিল টাইপ 0 অথবা স্কিল টাইপ A অথবা B এর হতে হবে) তাহলে তার জন্য ১০ পয়েন্ট পাওয়া যাবে।
শর্ত ০৪- স্পাউসের ১ বছর কানাডায় ফুলটাইম জব এর অভিজ্ঞতার জন্য আবেদনকারী ৫ পয়েন্ট পাবেন ।
শর্ত ০৫- ফ্যাক্টর ৫ এ আলোচিত এরেঞ্জড জব অফার ম্যানেজ করতে পারলে কোন আবেদনকারী তার জন্য এই ফ্যাক্টর ৬ তে-ও ০৫ পয়েন্ট পাবেন কেননা কানাডায় জব অফার থাকা আবেদনকারীর কানাডায় টিকে থাকার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়।
শর্ত ০৬- আবেদনকারী বা তার স্পাউসের যদি নিম্নোক্ত সম্পর্কের কোন ফার্স্ট ব্লাড আত্মীয় স্থায়ীভাবে কানাডায় বসবাস করেন যিনি কানাডার নাগরিক এবং ১৮ বছর বা তার বেশি বয়সী তবে তার জন্য আবেদনকারী ৫ পয়েন্ট পাবেন।
ফার্স্ট ব্লাড কারা?
* পিতামাতা-parent,
* সন্তান-child,
* নাতি/নাতনী-grandchild,
* আপন ভাই/বোন-child of a parent (sibling),
*আপন চাচা/মামা/খালা/ফুফু-child of a grandparent (aunt or uncle), or
*আপন ভাগ্নে/ভাগ্নি/ভাস্তে/ভাস্তি-grandchild of a parent (niece or nephew
* দাদা/দাদী,নানা/নানী-grandparent
এখানেই শেষ হল ৬৭ পয়েন্টের ক্যাল্কুলেশনের সমাপ্তি। যাদের ৬৭ পয়েন্ট সিকিউর হয়েছে তারা চোখ রাখুন ব্লগে- দ্রুতই আসছি এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্ট এর ক্যালকুলেশন নিয়ে । এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে খোলার আগেই জেনে নিন নিজের সম্ভাব্য Comprehensive Ranking System (CRS) স্কোর।
আর যাদের ৬৭ পয়েন্ট সিকিউর হয়নি তারা নিশ্চয়ই ভাবছেন যে "আমার কি তাহলে কোন আশাই নেই?"
সত্যি কথা হলো, এই মুহুর্তে এক্সপ্রেস এন্ট্রির জন্য নেই। তাই ৬৭ সিকিউর করার জন্য যা যা করা যায় তার পিছে লেগে পড়ুন। সেটা হতে পারে IELTS স্কোর বাড়ানো কিংবা জব এক্সপেরিয়েন্স বাড়ানো।
কিন্তু এটাও সত্যি যে ৩৫ এর বেশি বয়স এবং ইংরেজির বেসিক ভয়ংকর রকম দুর্বল থাকাতে অনেক দক্ষ আবেদনকারীই চেষ্টা তদবীর করেও ৬৭ পয়েন্ট সিকিউর করতে ব্যর্থ হন। তাদের জন্যই কিছু প্রভিন্সে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম ছাড়াই আবেদন করার সুবিধা রাখা হয়েছে । যেমন ক্যুবেক মন প্রজেক্ট বা সাচকাচোয়ান অকুপেশন ইন ডিমান্ড লিস্ট ক্রাইটেরিয়া।
চোখ রাখুন ব্লগের পাতায়, ধারাবাহিকভাবে সেসব অপশন নিয়েও আলোচনা করা হবে।
আপনার জন্যে শুভকামনা।
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ১ম পর্ব
লক্ষ্য করুন:
*বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে help@immigrationandsettlement.org -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে help@immigrationandsettlement.org -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন: Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ রাত ১:৩৫