Website Address: http://www.immigrationandsettlement.org/
শুরুর কথা:
আজ থেকে বেশ ক’বছর আগে প্রথম যখন কানাডা’র মাটিতে পা রাখি তার আগে কি কখনও ভেবেছিলাম যে, ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে এত সুন্দর একটা দেশে আমি চলে আসবো? আসলেই ভাবিনি। কারন ইমিগ্রেশনের ঝক্কি-ঝামেলা পার হয়ে যখন কানাডার ভিসা পেলাম, তখন সত্যিই আমি ক্লান্ত এবং বিধ্বস্ত। কিন্তু কানাডা আসার পর বুঝলাম এই পরিশ্রম বৃথা যায়নি।
ইমিগ্রেশন প্রসেসিং- এর শুরুটা কিন্তু অতটা সহজ ছিলনা আমার জন্যে। হাজারটা প্রশ্ন মনের মাঝে ঘুরপাক খেয়েছে। কাগজপত্র রেডি করতে গিয়ে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। কিন্তু সবকিছুর ওপরে ছিল আমার ধৈর্য্য আর নিজের প্রতি অবিচল আস্থা। তাই কনসালটেন্সি ফার্মের ব্যবসায়িক ফাঁদে পা না দিয়ে নিজেই একটু ইমিগ্রেশন প্রসেসিং নিয়ে ঘাটাঘাটি করলাম। বুঝে নিলাম প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়গুলো। নিজের ইমিগ্রেশন প্রসেসিং নিজেই করাতে আমার বেশ কিছু টাকাও বেঁচে গেল। আর যেটা অর্জন করলাম, তা হলো অভিজ্ঞতা।
সময়ের সাথে সাথে সেই অভিজ্ঞতাকে আর একটু শাণিত করার চেষ্টা করেছি। আর কষ্ট অনুভব করেছি তাদের জন্যে যারা সঠিক দিকনির্দেশনার অভাবে ইমিগ্রেশনের অথৈ সাগর পাড়ি দিতে হিমসিম খাচ্ছেন। তাই বেশকিছুদিন থেকেই ভাবছিলাম এ বিষয়গুলো গুছিয়ে নিয়ে একটি পরিপূর্ণ গাইডলাইন তৈরি করে ফেলা যায় কিনা। নিজের এই ক্ষুদ্র প্রয়াসের কথা শেয়ার করলাম আমার পরিচিত বেশ কিছু অভিজ্ঞ মানুষের সাথে। সেই তালিকায় যেমন আছেন কানাডা'র ইমিগ্রেশন স্পেশালিস্ট, তেমনি আছেন আমার প্রিয় প্ল্যাটফর্ম সামহোয়্যার ইন ব্লগের মডারেট টিম-ও । সকলের অভাবনীয় উৎসাহ আর সহযোগিতা লাভের আন্তরিক প্রতিশ্রুতিতে আমিও তাই সামনে এগিয়ে যাওয়ার সাহস সঞ্চার করলাম। সেই সাথে বুকের গভীরে অনুভব করলাম সেই চিরন্তন সত্যকথাটি - "দিন শেষে আমরা সকল বাংলাদেশি একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আসলেই দ্বিধা করিনা।" এই একই মনোভাব আমি আমার ব্লগ এবং ফেসবুকের সকল পাঠকদের কাছ থেকেও আশা করবো।
বাংলাদেশি দক্ষপেশাজীবি ভাইবোনদের জন্যে শান্তিপ্রিয় দেশ কানাডায় ইমিগ্রেশনের বিস্তারিত নিয়ে আমার এই সিরিজটির যাত্রা শুরু হলো আজ ১ আগস্ট, ২০১৬ থেকে। কানাডায় ইমিগ্রেশন নিয়ে আর নয় কোন দ্বিধা, কোন টেনশন, কোন কনফিউশন। আর কোন কনসালটেন্সি ফার্মের ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা গচ্ছা দিতে হবেনা। ’ইমিগ্রেশন টু কানাডা’ - এই সিরিজের প্রতিটি পর্ব সাজানো হয়েছে খুব সহজ এবং সাবলীল ভাবে যেন যে কেউ নিজেই নিজের ইমিগ্রেশন প্রসেসিং করতে পারেন।
প্রধানত: ৬ টি দ্বিধা এবং সমস্যা যেগুলো ইমিগ্রেশন প্রসেসিং-কে বাধাগ্রস্থ করে:
১. অনেকে দ্বিধাগ্রস্থ থাকেন, তারা এলিজিবল কিনা
২. অনেকের মনে ফর্ম ফিল-আপ করতে গিয়ে অনেক প্রশ্নের জন্ম হয়
৩. অনেকের হাতে এই পুরো প্রসেসিং করার জন্যে সময় থাকেনা
৪. সঠিক এবং পর্যাপ্ত তথ্যের অভাব
৫. সঠিক তথ্য অনলাইনে থাকলেও তা পড়ার অনিচ্ছা, পড়ওে না বুঝতে পারা এবং সময়াভাব
৬. অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশের পড়াশোনা এবং চাকুরীর সিস্টেমের সাথে কানাডা'র সিস্টেমের আকাশ পাতাল ব্যাবধান থাকা
’ইমিগ্রেশন টু কানাডা’ সিরিজের বিশেষত্ব:
১. প্রতিটি পর্ব শুধুমাত্র সামহোয়্যার ইন ব্লগেই প্রকাশিত হবে। সামহোয়্যার ইন ব্যতীত অন্য কোন ব্লগে প্রকাশিত হবেনা
২. আমার ফেসবুক পেজ-এ ঘুরে আসতে পারেন যেখানে ব্লগের লেখাগুলোসহ অন্যান্য সকল Updated তথ্যাবলি সংযুক্ত করা হবে; ফেসবুক পেজ আইডি
৩. প্রতিটি পর্বে অত্যন্ত সতর্কতার সাথে সঠিক এবং রেফারেন্স নির্ভর তথ্যগুলো শেয়ার করবো বলে আশা করছি।
৪. কানাডিয়ান ইমিগ্রেশনের পুরো ব্যাপারগুলো পুংখানুপুঙ্খভাবে আলোচনা করা হবে।
৫. ব্লগের এই প্লাটফর্মে আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো করুন। আমরা চেষ্টা করবো সঠিক তথ্যটি উপস্থাপন করার।
৬. ইমিগ্রেশন বিষয়ক আপনাদের যেকোনব্যাক্তিগত প্রশ্ন থাকলে নির্দ্বিধায় ইমেইল করে দিন এই ইমেইল অ্যাড্রেসে: help@immigrationandsettlement.org
৭. কানাডা'র ইমিগ্রেশন বিষয়ক সকল Updated immigration news এই ব্লগসিরিজে সমন্বয় করা হবে।
৮. কানাডা'র ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যাবলির সমন্বয়ে একটি Canadian Immigration Information Library বানালে কেমন হয়?
৯. Volunteer হিসেবে আমাদের সাথে কাজ করবেন কি? আগ্রহীরা অবশ্যই help@immigrationandsettlement.org ঠিকানায় মেইল করে দিন।
১০. ব্লগের/ ফেসবুকের এই সিরিজে আমরা শুধুমাত্র ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং এই সংলগ্ন প্রশ্নগুলোর রেফারেন্স নির্ভর সঠিক উত্তরগুলো ইমেইল/ ব্লগ/ ফেসবুকে প্রদান করবো। স্পাউস ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা অথবা অন্যকোন ভিসা নিয়ে আলোচনা অথবা প্রশ্নের উত্তর দেয়া এই সিরিজে সম্ভব হচ্ছেনা। ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে অন্য সিরিজে আলোচনা করার ইচ্ছা আছে।
যে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে:
১. আমি কানাডিয়ান ইমিগ্রেশন বিষয়ক কোন আইনজীবি অথবা কানাডিয়ান ইমিগ্রেশন অথারিটি নই কিংবা কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে আমার কোনও প্রকার সম্পৃক্ততা নেই
২. এই ব্লগটি সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কানাডিয়ান ইমিগ্রেশন প্রসেসিং-এ সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার জন্যে লিখিত
৩. শুধুমাত্র কানাডিয়ান ইমিগ্রেশন বিষয়ক প্রশ্নগুলোর উত্তর আমি দেবার চেষ্টা করবো
৪. ইমেইল -এর উত্তর পাবার জন্যে আশা করি ধৈর্য্য হারাবেননা
৫. কোন প্রশ্নের উত্তর যদি ব্লগে দেয়া থাকে, তাহলে সেই ইমেইল -এর উত্তর পাবার সম্ভাবনা কম; কাজেই ইমেইল করার আগে অনুগ্রহপূর্বক ব্লগের পাতায় চোখ রাখুন
৬. ইমেইলে আপনাদের ব্যাক্তিগত তথ্যাবলি সম্পূর্ণ গোপন রাখা হবে, কখনও তা ব্লগে অথবা অন্য কোন গণমাধ্যমে প্রকাশিত হবেনা
’ইমিগ্রেশন টু কানাডা’ - এই সিরিজের পর্বগুলোতে যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে:
১. আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল?
২. World Education Service (WES) এর মত CIC রিকগনাইজড অন্যান্য ইভালুয়েশন বডি কর্তৃক আপনার একাডেমিক সার্টিফিকেট কিভাবে ইভালুয়েট করাবেন?
৩. IELTS সম্পর্কে চট্জলদি কিছু টিপস
৪. কিভাবে জানবো আমার সি আর এস (কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম) স্কোর কত আর কিভাবেই বা তার ক্যালকুলেশন করতে হয়?
৫. সি আর এস স্কোর বাড়ানোর উপায় সমুহ
৬. প্রভিন্স নমিনেশন পাওয়ার জন্য রিকোয়ারমেন্টগুলো কি কি ?
৭. ডকুমেন্ট চেকলিস্ট এবং ফান্ডিং সমাচার
৮. কানাডা'র ইমিগ্রেশন প্রসেসিং-এ কেমন খরচ লাগবে?
৯. কিভাবে তৈরি করবেন আপনার resume, cover letter and additional documents?
১০. প্রশ্নোত্তর পর্ব - Frequently Asked Questions (FAQ)
১১. কেস স্টাডি
১২. কিছু অজানা তথ্য যা অজান্তেই আপনার সফল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে
কি ভাবছেন? ইমিগ্রেশন প্রসেসিং খুব কঠিন কিছু? মানছি যে, ইমিগ্রেশন প্রসেসিং সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার। অসম্ভব কিন্তু নয়! যেহেতু প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে প্রচুর সময় এবং ধৈর্য্যের প্রয়োজন, কাজেই কোনভাবেই ধৈর্য্যহারা হওয়া চলবেনা। আর ঠিক এই মুহূর্ত থেকে পয়গম্বরের ব্লগতো আছেই আপনার সাথে, প্রতিটি স্টেপে, প্রতিটি সমস্যার আন্তরিক সমাধানে।
এই ব্লগের প্রতিটি পর্বের তথ্যসংগ্রহ, লেখা, এডিটিং এবং সমন্বয়কাজে যারা আমাকে তাদের সময় এবং অক্লান্ত শ্রম দিয়ে সহযোগীতা করেছেন, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর স্পেশাল থ্যাংকস থাকলো আমার প্রিয় সামহোয়্যারই ব্লগ এবং এর কর্তৃপক্ষকে যাদের মাধ্যমে আমার এ ক্ষুদ্র প্রয়াসটি আপনাদের কাছে তুলে ধরতে পারছি।
তাহলে আর দেরী কেন? আসুন জলদি শুরু করি কানাডা’র ইমিগ্রেশন প্রসেসিং। পরের পর্বগুলোতে নিয়মিত চোখ রাখবেন আশাকরি!
আপনার জন্যে শুভকামনা।
লক্ষ্য করুন:
*বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে help@immigrationandsettlement.org -এই ইমেইল-এপ্রশ্ন গুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে help@immigrationandsettlement.org -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন Click This Link
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ১ম পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ২য় পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ৩য় পর্ব
************************************************************************************
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ১ম পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ২য় পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ৩য় পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ৪র্থ পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ৪র্থ পর্ব (আপডেটেড)
*************************************************************************************
ইমিগ্রেশন টু কানাডা - কিভাবে পেতে পারি প্রভিন্স নমিনেশন ও বোনাস ৬০০ পয়েন্ট? - পর্ব ০১
ইমিগ্রেশন টু কানাডা - কিভাবে পেতে পারি প্রভিন্স নমিনেশন ও বোনাস ৬০০ পয়েন্ট? - পর্ব ০২
ইমিগ্রেশন টু কানাডা - কিভাবে পেতে পারি প্রভিন্স নমিনেশন ও বোনাস ৬০০ পয়েন্ট? - পর্ব ০৩
*************************************************************************************
ইমিগ্রেশন টু কানাডা - ডকুমেন্ট চেকলিস্ট - পর্ব ০১
ইমিগ্রেশন টু কানাডা - ডকুমেন্ট চেকলিস্ট - পর্ব ০২
*************************************************************************************
ইমিগ্রেশন টু কানাডা - খরচাপাতির খসড়া
*************************************************************************************
ইমিগ্রেশন টু কানাডা - Educational Credential Assessment (ECA) বিষয়ক খুঁটিনাটি - পর্ব ১
ইমিগ্রেশন টু কানাডা - Educational Credential Assessment (ECA) বিষয়ক খুঁটিনাটি - পর্ব ২
*************************************************************************************
ইমিগ্রেশন টু কানাডা - ECA
*************************************************************************************
সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত (SINP গাইড বুক) পর্ব ১
সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত (SINP গাইড বুক) পর্ব ২
সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত (SINP গাইড বুক) পর্ব ৩
ইমিগ্রেশন টু কানাডা - সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত (SINP গাইড বুক) - পর্ব ৪
(ছবি সূত্র: ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ রাত ১২:৪৭