আমার মনে দুঃখ শুধু তোমার কারনে
তুমি ছাড়া একা আমি থাকি কেমনে ।
তুমি ওগো এই মনে নেয়েছো যে ঠাই ...
তাইতো প্রতিটি ক্ষন তোমাকেই চাই ।
তুমি কি দেবে না গো আমাকে দেখা ...
তুমি ছাড়া রয়ে আছি আমি যে একা ।
তুমি ছাড়া এ জীবন যেন মরুভুমি...
আমার মনরে মাঝে তুমি শুধু তুমি।
Website
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:১৭