একলা ঘর, ধূলো জমা গীটার
পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়ার,
টিশার্ট জিন্সগুলো দেরাজে আছে
শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে..
ও বন্ধু তোকে মিস্ করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন।।
ও বন্ধু তোকে মিস্ করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা.....
তোকে ছাড়া হয়না টিউন, হয়না লেখা
বৃষ্টির সাথেও এখন হয় না দেখা,
থমকে যাই হয় মনে এই বুঝি এসে ডাক দিবি
থমকে যাই পরক্ষনে, কেনো হয় যে এমন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া আর কিছু জমে না এখন
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া আর কিছু আর জমে না .....
একলা ঘর, ধূলো জমা গীটার
পড়ে আছে লেলিন, পড়ে আছে শেক্সপিয়ার,
টিশার্ট জিন্সগুলো দেরাজে আছে
শুধু মানুষটা তুই নেইতো, নেইরে কাছে
ও বন্ধু তোকে মিস্ করছি ভীষণ
তোকে ছাড়া কিছুই আর জমেনা এখন।
ও বন্ধু তোকে মিস করছি ভীষন
তোকে ছাড়া কিছুই আর জমে না .....
শিল্পীঃ পার্থ বড়ুয়া
এ্যালবামঃ দেবী
সুরকারঃ প্রিন্স মাহমুদ
গীতিকারঃ প্রিন্স মাহমুদ
বছরঃ ২০০৬