কত যে কথা ছিল কত যে ছিল গান
কত যে বেদনার না বলা অভিমান।।
তোমায় কাছে পেয়ে আাকাশ হল রাঙ্গা
গহীন রাতে প্রিয় সহসা ঘুম ভাঙ্গা
আলোয় ঝলমল যে পথে নিয়ে চল
সে পথে হবে কি বেদনার অবসান
কত যে কথা ছিল।
চকরী কি যে চায় চাঁদ কি জানে হায়।।
সাগর বোঝে নাতো নদীর কলতান।
ভেবেছি বলি বলি, হল না তবু বলা।
জানি না কতদূরে হবে গো পথ চলা
সহসা ফুলবনে ভ্রমরের গুঞ্জনে
কত মুখ ফিরে গেল হানিয়া ফুলো বান
কত যে কথা ছিল কত যে ছিল গান
কত যে বেদনার না বলা অভিমান
শিল্পীঃ লতা মুঙ্গেশকর
অ্যালবামঃ শেষ পরিচয়
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ বিমল চন্দ্র ঘোষ
সালঃ ১৯৫৭