এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নীরবে।।
যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে।।
এ হৃদয় তোমাকেই খুজবে।
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নীরবে।
সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে
ভালবাসা হয়ে তুমি এ বুকে রবে।।
হারাবো যেদিন আমি অন্ধকারে
বুঝবে সেদিন তুমি বুঝবে।
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নীরবে।
ভুল বুঝে দূরে সরে তুমি গেছ চলে
জানলে না কী যে ব্যাথা হৃদয়ে দিলে।।
ভেঙ্গে যাবে সব ভুল জানি একদিন
খুঁজবে সেদিন তুমি খুঁজবে।
এ মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নীরবে.....
শিল্পীঃ শুভ্রদেব
অ্যালবামঃ বুকের জমিন
সুরকারঃ আহমেদ রিজভী
গীতিকারঃ প্রণব ঘোষ