আজ জীবন খুঁজে পাবি
ছুটে ছুটে আয়। ।
মরণ ভুলে গিয়ে
ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর
বাঁশি নিয়ে আয়,
যুগের নতুন দিগন্তে সব
ছুটে ছুটে আয়
ফাগুন ফুলের আনন্দে সব
ছুটে ছুটে আয়।
মনের চড়ায় পাখিটির
বাঁধন খুলে দে
শিকল খুলে মেঘের নীলে
আজ উড়িয়ে দে,
যত বন্ধ হাজার দুয়ার ভেঙ্গে
আয়রে ছুটে আয়,
আজ নতুন আলোর দিগন্তে সব
ছুটে ছুটে আয়
আর মরণ ভুলে গিয়ে
ছুটে ছুটে আয়।
সময় ধারাপাতে দেখ
নেই বিয়োগের ঘর
চলার পথের পথের বাঁকে
নেইকো আপন পর। ।
কি আর পাবি কি আর দিবি
আঙুল গুনে কি
লাভের খাতায় হিসাব করে
জীবন ভরে কি,
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে
আয়রে ছুটে আয়,
আর ভালবাসার পান্না হীরে কুড়িয়ে নিবি আয়
এই ফাগুন ফুলের আনন্দে সব
ছুটে ছুটে আয়
হাসি নিয়ে আয় আর
বাঁশি নিয়ে আয়.......
শিল্পীঃ ভূপেন হাজারিকা
সুরকারঃ ভুপেন হাজারিকা
গীতিকারঃ ভুপেন হাজারিকা
গীতিকারঃ শিবদাস বন্দোপাধ্যায় (বাংলা)
ব্লগার মাঈনউদ্দিন মইনুল ভাইয়ার ভালো লাগা একটি গান।
গানচিল বলেছেন: এই গানের গীতিকার নিয়ে একটা "কিন্তু' আছে। মূল গান ছিল অহমি বা অসমীয়া ভাষায়।যা লিখেছিলেন ভূপেন হাজারিকা নিজেই।তবে এর ভাবান্তর বা বাংলা রুপ দিয়েছিলেন শিবদাস বন্দোপাধ্যায়।অতএব, এখানে শিবদাস ব্যানার্জীর নামও থাকা উচিত। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫০