ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে
পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে
কি করে এখানে তুমি আসবে
ক'টা রাত কাটিয়েছো জেগে
স্বপ্নের মিথ্যে আবেগে ।।
কি এমন দুঃখকে সয়েছো
যে তুমি এত সহজেই হাসবে
পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে
কি করে এখানে তুমি আসবে
ক’ফোটা চোখের জল ফেলেছো যে তুমি
হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার
শোনোনিতো কান পেতে অস্ফুট কোনো কথা তার ।।
আজ কেন হাহাকার করো
সে কথায় ইতিহাস গড়ো
কি সুখ জলাঞ্জলি দিয়েছো
যে তুমি সুখের সাগরে ভাসবে
পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে
কি করে এখানে তুমি আসবে
শিল্পীঃ মান্না দে
সুরকারঃ নচিকেতা ঘোষ
গীতিকারঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩