আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো ।।
হাওয়ার গল্প আর পাখীদের গান শুনে শুনে
আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো ।।
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো ।
এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি
আজ শুধু ভালবাসাবাসি
শুধু গান আর হাসাহাসি
রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে
দুটি হাত তুলে আমাকেই আরো কাছে ডাকো
আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো
শিল্পীঃ কিশোর কুমার
অ্যালবামঃ অন্তরালে
সুরকারঃ বাপ্পী লাহিড়ী
গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
শিল্পী, অভিনেতা, গীতিকার ও সুরকার কিশোর কুমারের শিল্পীর ৮৫তম জন্মদিনে শুভেচ্ছা।
ধন্যবাদ আমিনুর রহমান ভাইয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১০