মাঝ রাতে চাঁদ যদি
আলো না বিলায়
ভেবে নেবো আজ তুমি চাঁদ দেখোনি
আকাশের নীল যদি আধাঁরে মিলায়
বুঝে নেবো তারে তুমি মনে রাখোনি।
আকাশের বুক চিরে যদি ঝরে জল
বুঝে নেবো অভিমানে তুমি কেঁদেছো
সরোবরে যদি ফোটে রক্ত কমল
অনুভবে বুঝে নেবো মান ভেঙ্গেছো।
রূপালী বিজলী যদি নিরব থাকে
কেঁদোনা ভেবো শুধু আমিতো আছি
স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে
বুঝে নিও আমি আছি কাছাকাছি।
শিল্পীঃ সাইদ হাসান টিপু
অ্যালবামঃ অবসকিউর
সুরকারঃ অবসকিউর*
গীতিকারঃ অবসকিউর*
বছরঃ ১৯৮৮/৮৯**
ব্লগার প্রবাসী পাঠক ভাইয়ের পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।
* অবসকিউরের গান গুলো কারা লিখেছেন ও সুর করছেন কোথায়ও উল্লেক্ষ নাই, শোনা যায় টিপুই বেশির ভাগ গানের সুর দিয়েছিলেন, লিখেছিলেনও কিছু গান। ব্যান্ডের অন্যরাও গান লিখতেন।
** তথ্যের সত্যতা যাচাই করা যাইনি।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৭