(এক)
আল-ফাত্তাহ
আল-ফাত্তাহ দ্রোহের অবসানে চির
মহাবিজয়ী, যেথায় পাপীর নাচন
চলে ঘোরতর, গেঁড়ে পাপের আসন
বিধাতার কথা ভুলে অধিক মাত্রায়।
পাপীরা নিজেরে ভাবে তারা মহাবীর
ধরায় চলবে শুধু তাদের শাসন
অমান্যে বিলায় তারা মরন কাফন
অবশেষে মৃত্যু এসে তাদের থামায়।
আল-ফাত্তাহে পাপীরা দেখে চুপচাপ
সেজন্য স্বদর্পে তারা ইচ্ছেমত চলে
অবশেষে ডাক পড়ে বেড়ে গেলে পাপ।
সহজ এসব বুঝা দেখে কৌতুহলে
এখন যাদের চলে প্রবল উল্লাস
একদা তাদের হবে জাহান্নাম বাস।
(দুই)
আল-ফাত্তাহ
আল-ফাত্তাহ সাফল্যে মহাউম্মোচক
শান্তিময়তার দ্বার বিজ্ঞতার দ্বার
সমৃদ্ধির দ্বার সব তাঁর উপহার
মানুষের পূরণেতে রঙ্গিন স্বপন।
উন্নতির পথে তিনি ফেলেন আলোক
সে আলোয় মানুষেরা দেখে কোথা কার
মঙ্গল সঞ্চিত আছে।জ্ঞান খোলে তার
নানাবিধ উদ্ভাবন হয় উম্মোচন।
মানুষেরা খুশীমনে হেঁটে চলে যায়
জীবনের পথে পথে। কে দিয়েছে সব
ভুলে যায় বারে বারে তার ভাবনায়
সে করে নিজের কীর্তি একা অনুভব।
প্রাণপাখি উড়ে গেলে বুঝবে সবাই
মহাউম্মোচক ছাড়া গতি কারো নাই।
ফাত্তাহু
ফাত্তাহু বিজয় দাতা চেষ্টা প্রচেষ্টায়
রনজয়ী হতে হলে তাঁর দয়া লাগে
অবশ্য সুযোগ্য পাত্রে তিনি এটা দেন
বান্দাও অযোগ্য হলে পায়না বিজয়।
জুলুমের নিবারনে থাকবে প্রচেষ্টা
কখনো পালাতে হবে সাময়িক ভাবে
মোকাবেলা মতকরে শক্তির সঞ্চয়
অতঃপর জালিমকে শামলাতে হবে।
সূত্রমত শক্তি যদি নাহি থাকে কোন
সে সময় সহ্য করা বড় ভাল গুণ
অযথা লড়াই আরো বিপদ বাড়ায়।
শক্তিতে দূর্বার হলে জালিম থামাতে
অভিযানে যেতে হবে ফাত্তাহুর নামে
এশর্তে বিজয়লাভ হতে পারে কারো।
১. ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৯ ১
আপনার সনেট কবিতা পড়ে
শিখতে চেষ্টা করছি................................
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,