আল-ওয়াহহাবের মহাদানশীল
গুণেতে সমৃদ্ধ হলো সৃষ্টি অবারিত
সমগ্র জগৎ যাতে হয় বিকসিত
যে দিকে তাকা্ই দেখি কি চমৎকার!
তাঁর মহাদানে আছে সকল সামিল
যেথায় যা প্রয়োজন।সুদৃশ্য অমৃত
পরিপাটি সুন্দরের দেখে অবিরত
মন এর কৃতজ্ঞতা করে যে স্বীকার।
অন্তর আকুল করা প্রকৃতি শোভায়
পৃথিবীর প্রাণীকূল বেঁচে থাকে সব
মনভরে দক্ষিণের ফুরফুরে বায়
আল-ওয়াহহাবেরে করে অনুভব।
যত আছে সুখকর দান অফুরান
সব কিছু দিয়েছেন সে প্রভু মহান।
ওয়াহ্হাবু
ওয়াহ্হাবু হলেন পুরস্কার দানকারী,
সবকিছু দানকরী ও স্থাপনকারী
যার পুরস্কার পেয়ে আনন্দে সবার
মনেতে স্থাপিত হবে অনিবার সুখ।
সবকিছু দানকারী করেন না তিনি
বারণ না দিতে তাঁর কোন অনুগ্রহ
অবারিত আছে তাই প্রকৃতির মাঝে
অফুরন্ত নেয়ামত খুশিমত পেতে।
এমন অনেক দাতা দেয়না সকল
বলেন, যাবে না দেয়া এসব এসব
ঐ নিয়ে বিদায় হও থাকতে সময়।
অথচ ওয়াহ্হাবু ননতো এমন
ইচ্ছেমত মিলে তাঁর সামগ্রী সকল
মন খুশী হয় তাতে শান্তির সুধায়।