অঙ্কিতার মামা ডাক বাড়ি করে মাত
আমি তারে টাটা দেই হাত করে কাত
শিশুরা বুঝেনা কার আছে কোন জাত
কে চোর কে সাধু আর কে জাতে ডাকাত!
শিশু থেকে দূরে রাখ কূ-লোকের হাত
ওরা শুধু দেখে যাক সুন্দর প্রভাত
এস সবে কাজ করি খেটে দিন রাত
অবিবেকে চিরতরে ঘটুক নিপাত।
বন্ধকর মারামারি ঘৃণ্য উৎপাত
অঙ্কিতা ঘুমাক সুখে বুঁঝে আঁখিপাত
ফাতেমা অঙ্কিতা ভেদ করে কমজাত।
বদলোক হয় যেন সব কুপুকাত
শান্তিতে গিলুক সবে দু’লোকমা ভাত
রক্ষাকর অঙ্কিতায় না দিয়ে আঘাত।
প্রাসঙ্গিক কথাঃ অঙ্কিতা চরিত্র বাস্তব। আমার প্রতিবেশীর ছোট্ট হিন্দু মেয়ে। আমাকে মামা ডেকে বাড়ি মাতিয়ে তোলে। শুনেছি সে নিজের মামাদের মামা ডাকে না। তারমানে তার শুধু একজন মামা।ওর মা ওকে ভাত খাওয়াতে আমার কাছে নিয়ে আসে। তখন সে সুস্থ্যমত ভাত খায়।আমি চাই অঙ্কিতারা চিরদিন জানুক সব মানুষ একজাত। আর সেটা মানষের জাত। আর তারা বুঝুক মানুষের মাঝে ভিন্ন মত থাকে যা প্রত্যেকের নিজের ব্যাপার।
ছবিঃ গুগলি
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:০০