কত কিছুই সামনে চলে আসছে।। একটার পর একটা।। কিন্তু ন্যুজ্বদেহে ভার বহনে অক্ষম।। তাই একবোঝা ফেলে, আরেকটা ধরি।। সেটাতেও অক্ষম বলে আরেকটা!!
সমালোচনার কিছুই নেই।। যাও আছে, গৎবাধা প্রায় আমারই মত।। কোন সন্তান যখন কোন অন্যায় করে, তখন তার নাম কিন্তু প্রথমে আসে না।। আসে তার পিতার নাম।। প্রসঙ্গতঃ আমার বেলায়ও বলা হতো অমুকের ছেলে তমুক।। ইত্যাদি ইত্যাদি।।
দেশ চলছে ভাল মতই।। কারন দু/একটা প্রেস-কন্ফারেন্স ছাড়া আর কোন প্রতিবাদ আছে কি?? কিসের লক্ষন?? অভাগার শেষ আশ্রয় আল্লাহর কাছে বিচার চাওয়া ছাড়া??
বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি, ষ্টক এ্যাকচেঞ্জের টাকা লুট, সর্বশেষ সর্বোৎকৃষ্ট বাংলাদেশ ব্যাংকে হ্যাকিং!! তাহলে কি লাভ এতোসব প্রোকৌশলী আর উপদেষ্টা দিয়ে?
কেন জানি না এরপর একের পর এক ইস্যু তৈরী হচ্ছে।। সমস্যা হচ্ছে, কোনটা ছেড়ে কোনটা ধরবো।। যেটাই ধরি, পরক্ষনেই দেখি তার চেয়ে বড় মাছ!! সেটাকে ধরতে যেয়ে আমও হারাই সাথে বস্তাও।
শেষ পর্যন্ত তো আমাদেরই পরিশোধ করতে হবে, তাই না?? বিদ্যুৎ বা পানির বিল বাড়িয়ে, বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স বসিয়ে।। ফলাফল জনজীবনে দূর্গতি।। কারন নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি।।
যাদের আছেতো সমস্যা নেই, সমস্যা তাদের নিয়ে, যারা সীমিত আয়ের।। আর নিম্নবিত্তের কথা নাই বললাম।।
প্রসঙ্গতঃ মনে পরে গেলো শাহ আজিজের প্রধান মন্ত্রীত্বের সময়ের কথা।। রাজশাহী জেলে পুলিশের গুলিতে বন্দিদের হত্যার কথা।। দেশ জুড়ে তোলপাড়।। প্রধানমন্ত্রী সে সময় বিল আনলেন “উপদ্রুত এলাকা বিল” ।। যাতে একজন সাব ইন্সপেক্টরও গুলির নির্দেশ দিতে পারবেন।। প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেটের প্রয়োজন হবে না।। স্বভাবতঃই বিরোধীদল প্রমাদ দেখে জেল হত্যা ইস্যু রেখে এর পিছনেই লাগলেন।। কিছুদিন পর মন্ত্রীপরিষদে গৃহিত হলো, এটা কমিটিতে পাঠানো হবে, যুক্তগ্রাহ্যতার জন্য অর্থাৎ বিবেচনার জন্য।। ততদনে জেলহত্যার ইস্যুর মৃত্যু ঘটেছে।। আজো দেখছি সেই খেলাই।। ইতিহাসের পূনরাবৃত্তি।।
ইয়াসমীন ধর্ষন ও হত্যায় যেভাবে ফুসে উঠেছিলো জনগন।। প্রান দিয়েছিলো সাধারন।। আজ তাদের খুজে পাচ্ছি না।। তারা বোধহয় আমারই মত কোমড়ের ব্যাথায় সোজা হয়ে দাড়াতে পাড়ছে না।। পারছে না উঃ আঃ করতেও।। কারন সমব্যাথী কেউ নেই যে।।
সবশেষে ফলাফলের দায়িত্ব নিতে হবে সরকারকেই।। কারন আমাদের ভাল-মন্দের দায়িত্ব ভোটের মাধ্যমে তাদেরকেই দিয়েছি।। সংসারের কর্মাধক্ষ্য যদি পিতা হতে পারেন তবে দেশের কেন তারা হবেন না??
দায়ী আমরাও।। আমাদের সচেতনাতা।। প্রসংগত বলবো পার্শবর্তি দেশ ভারতের কথা।। দেখুন সেখানে নির্বাচন কমিশন কি ভাবে কি করছেন।। ব্লগাররা সচেতন বলেই কিছু বলা বাহুল্য মনে করছি।। মমতার মত একক শক্তিশালী নেত্রীও আজ কোনঠাসা।। কেন?? সেকথা না বললেও চলে।। তবু বলতে হচ্ছে, তার ডান-বা হাতের, অনুগতদের দৌরাত্ব।। আমাদের এখানেও কি তাই দেখতে পাচ্ছি না??
প্রশ্ন হলো আমাদের পরবর্তি প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি??
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৮