নিচের পয়েন্টগুলো খেয়াল করলেই বুঝবেন। আপনি বুঝলেই হইবো। আর কাউরে কমু না। কসম!

১) মোবাইল এর কালার উঠে গেছে।
২) শার্টের কলারটা যায়গামতো ছিলো না।
৩) ভার্টিক্যাল চেক এর শার্ট এ অত ভালো লাগেনি।
৪) যেখানে সেখানে "আপনার ব্লগ দেখুন" - এ ক্লিক না করলে চলতো না!

যাইহোক, আপনার নিক এর জন্য যতো পরিশ্রম করেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই পরিচয় গোপন রাখবো। কিন্তু আপনাকে একদিন চ্যালেঞ্জ করেছিলাম যে, আমি বের করতেই পারবো! আজ সফল।
তাৎক্ষণিক খুশিতে আপনার পার্কিং করা কার এর ডান পার্শ্বের ডিম ওয়ালা থেকে একটা হাসের এবং আরেকটা মুরগীর ডিম খেয়েছিলাম। কিন্তু পানি খেতে ভুলেছিলাম।
