ফেসবুকে আমাদের বাংলাদেশের হেভ্ভি জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ মুজিবরের সুযোগ্য কন্যা, পিস অব ডটার, শেখ হাসিনার মরন কামনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন খন্দকার স্ট্যাটাস দেন। এবং এই স্ট্যাটাস দেয়ার কারনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষকের ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। তবে তাকে বাংলাদেশে আনার জন্য পুলিশের আই.জি এবং পররাস্ট্র মন্ত্রনালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
আমি একটু আগে বাংলাভিশনে খবর দেখছিলাম। হঠাৎ চ্যানেলের নিচ দিয়ে যাওয়া হেডলাইনে এই নিউজ দেখতে পাই। কারো বিশ্বাস না হলে এখন গিয়ে দেখতে পারেন। সত্যি অবাক লাগে এ কেমন দেশে বাস করি? যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বুশ'কে জুতা মেরে তেমন কোন সাজাই পায়নি ইরাকের সেই বিখ্যাত সাংবাদিক, সেখানে শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাস দেয়ার কারনে এই অবস্থা।!!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:৫০