জামাত মানেই রাজাকার।
আপাতত দৃষ্টিতে আমিও তা-ই মনে করতাম। বিজ্ঞাপন জগতে ৬/৭ বছর কাজ করে বুঝলাম ব্র্যান্ডিংয়ের উপর কিছু নাই। বিপিএল তার উৎকৃষ্ট প্রমান হতে চলেছে। আচ্ছা বলেন দেখি, আমাদের দেশে সবচেয়ে বেশী বিক্রী হয় কোন কোম্পানির মোবাইল ফোন?
.
.
.
.
.
সিম্ফনি! একটাই কারন। কোনও হাই থট ছাড়া হটশট মেয়ে আর ফুল পেজ এ্যাড। এই দেখেই পাবলিক কিনে। শুনলাম, সিম্ফনির মার্কেটিং ম্যানজার এ্যান্ড্রয়েড এ্যাপ চালাতে পারে না কিন্তু সামনেই তারা বাজারে ছাড়তে যাচ্ছে চাইনিজ এ্যানড্রয়েড। দেখবেন, এইবারও হঠকারী বিজ্ঞাপনের কারনে বাজার সয়লাব হয়ে যাবে তাদের ফোন দিয়ে, কিন্তু একবার পাবলিক যদি খেয়ে ফেলে, তারপর সার্ভিস কতদিনে পাবেন শুধু আল্লাহই জানে।
অতএব, শুধু মিডিয়ার তৈরী করা কিছু হট আইটেমের উপর ফোকাস করে আমরা কি আমাদের অগচরেই জামায়াতের জন্য ব্র্যান্ডিং করে দিচ্ছি?
এই ছবিটা দেখে বেশ মজাই পাইলাম...
মিডিয়া কি জিনিস! কারে যে কি বানায়?
১. ৩০ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৪ ০