মুক্তিযুদ্ধে যে বিদেশীরা কোনো কিছু পাবার আশা না করে আমাদের সমর্থন দিয়েছেন, তাদের নামে প্রথমবারের মতো কিছু একটা (মানে আমাদের এ সংকলন) উৎসর্গ করা যায় না? যেমন জর্জ হ্যারিসন, বব ডিলান, অস্ট্রেলিয়ার যে লোকটি বাংলাদেশে বাটা সু কম্পনির ম্যানেজার ছিলেন ৭১ সালে, জোয়ান বেইস, কিশোর পারেখ, সেনেটর কেনেডি এবং আরো অনেক নাম না জানা বিদেশী মুক্তিযোদ্ধা।
অকৃতজ্ঞ জাতী হিসেবে আর কতোকাল নিজেদের বদনাম বহাল রাখবো আমরা?
এদের নামে এ সংকলন উৎসর্গ করলে অন্যতম সুবিধা হলো, ই-মেইলে তাদের অনেকে কাছেই সেটা আমরা পঠাতে পারবো।
১৯৭১ সালে তাদের সমর্থন-এর তুলনায় এ উৎসর্গ হয়তো একেবারেই অকিঞ্চিতকর। আমাদের উচিৎ ছিল সরকারিভাবে তাদের কোনো একটা জতীয় পুরষ্কারে সম্মান জানানো। কিন্তু শুরুটা নিশ্চই আমরা করে দিতে পারি। হয়তো আমাদের এ উৎসর্গ একটা জনমতও তৈরি করতে পারে রাষ্ট্রীয়ভাবে তাদের স্বীকৃতি দেয়ার ব্যপারে।
মতামত জানান প্লিজ
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২৩