

ছবিগুলো দেখুন। একটি ছবিতে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কিছু শিশুকে মিশনারী স্কুলে খ্রিস্টীয় ধর্মের উপাসনা পালনরত অবস্থায় দেখা যাচ্ছে। অন্য ছবিতে মিশনারী সংস্থা কর্তৃক বিতরিত খাদ্যের প্লেট সামনে শিশুদেরকে দেখা যাচ্ছে। খ্রিস্টান মিশনারীগুলো শিক্ষাসেবা ও খাদ্যবিতরণ প্রোগ্রামের আড়ালে মুসলিম শিশুদেরকে খ্রিস্টান বানানোর কাজ অত্যন্ত দক্ষতার সাথে চালিয়ে যাচ্ছে।
ও মুসলিম,
তোমার করার কিছু আছে কি? তোমার অন্তরে নিজ বিশ্বাস ও আদর্শের প্রতি সামান্যতম দরদ অবশিষ্ট আছে কি, যা তোমাকে একমাত্র সত্য ধর্ম "ইসলাম" প্রচারে অনুপ্রাণিত করবে? যার মাধ্যমে তুমি দুনিয়ায় কল্যাণ ও আখেরাতে মুক্তি পাবে। তাহলে জেগে উঠ। প্রতিবেশী খাদ্যহীনকে খাদ্য দাও, নিরক্ষরকে অক্ষর জ্ঞান দাও, অসুস্থের সেবা করো, অভাবীকে সাহায্য করো, আর সাথে সাথে ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরো। এক ইশ্বর "আল্লাহ"র ইবাদতের প্রতি মানবতাকে আহ্বান জানাও, তিনি ছাড়া আর সকল উপাস্য মিথ্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিতপুরুষ। অতএব ঘোষণা কর - মানব জীবনের সকল নির্দেশনা একমাত্র তাঁর কাছ থেকে গ্রহন করতে হবে। তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু বৈধ ঘোষণা করেছেন তা বৈধ, আর যা কিছু অবৈধ ঘোষণা করেছেন তা অবৈধ। একমাত্র মহান স্রষ্টা "আল্লাহ"র দেয়া বিধান তাঁর সৃষ্ট মানুষের জন্য সঙ্গত ও উপযুক্ত, যেহেতু তিনি স্রষ্টা হওয়ার কারণে মানুষের অতীত-বর্তমান-ভবিষ্যৎ, চাহিদা-অনীহা, দুর্বলতা-জোঁকপ্রবণতা, আবেগ-অনুভুতি ইত্যাদি পূংঙ্খানুপুঙ্খভাবে জানেন।
ও মানুষ,
বিশ্বমানবতাকে রক্ষা কর। তাদেরকে আলোর সন্ধান দাও। মিথ্যা ইশ্বরদের দাসত্ব ছেড়ে দিয়ে সত্য উপাস্যের দাসত্ব গ্রহন করার আহ্বান জানাও। আল্লাহ তোমাদের ভাল করুন।