হায় হায় একি কান্ড হলো, একি কান্ড! এ কি কয় আকার কা নয় ড... কানড...কান্ড হলোওওওওও। ১০৮ থেক তিনি কিনা নেমে গেছেন ৬ এ! শুনেছি ছেলেপেলেদেরা রেজাল্ট খারাপ করলে থ্রী থেকে নামিয়ে দেয় ২ এ। কিন্তু মোনাজ ভাই নিজে নিজে ১০৮ থেকে ৬ এ নেমে গেলেন! কি বুঝলেন না তো! বুঝবেন বুঝবেন... আগে মুনাজ ভাই সম্পর্কে বলে নেই, তারপরে সব কিছু ঢাকার আকাশের মত পরিষ্কার হয়ে যাবে। (যান্ত্রিক গোলযোগের কারনে আকাশ ধূয়াময় থাকলে কর্তৃপক্ষ দায়ী নহে)
মুনাজ ভাই হচ্ছেন পিছিয়ে থাকা এই বঙ্গজননীর এগিয়ে যাওয়া সন্তানদের অগ্রে। বাংলাদেশে কম্পিউটার প্রোগ্রামিং এর সাথে জড়িত কিন্তু মোনাজ ভাইকে চিনবেনা এমন কোন প্রফেশনাল লোক খুঁজে পাওয়া আর নিজের মাথার পাকা চুল বের করে পটাশ করে তুলে ফেলা সমগোত্রীয় কঠিন কাজ। এস কিউ এ বাংলাদেশ গ্রুপের তিনি একজন মহারুথী। এরচেয়ে বেশী আর বলার প্রয়োজন নাই।
আমি ও আমার ভায়রা ভাই (ব্লগের অনুনাদ) যখন মুনাজ ভাইএর শিষ্য ছিলাম, তখন দেখতাম কম্পিউটারের কী-বোর্ডের ১০৮ টা বাটনের উপর কত দক্ষতা তাৎর। মস্তিস্কের প্রকোষ্টে তৈরী হতো লজিক আর হাতের দশ আঙ্গুলের যোগালীরা ১০৮ টি ইটের সমন্বয়ে গড়ে যেত বেবিলন, লন্ডন, ঢাকার মত লজিকেল ইমারত (সফ্টওয়ার আরকি)।
আজ একি হলো? যে দশ আঙ্গুল আর যোগালী থাকতে চাইছেনা!! আজ দশ আঙ্গুল হয়ে গেছে সপ্ত সুরের অনুরনন! এরা আজ লজিক মানতে চাইছে না। এরা আজ লহর তোলছে! সুরের লহর!! আজ মোনাজ ভাই এর হাতে শোভা পাচ্ছে গীটার। কী-বোর্ডের ১০৮ টি বোতাম এখন আর মোনাজ ভাইএর হাতের দশ আঙ্গুলকে যোগালী করে রাখতে পারছেনা, এরা আজ ঝর্নাধারার মত ঢেউয়ে ঢেউয়ে নেচে যাচ্ছে আর তৈরী করে যাচ্চে সুর... এই সুরের মায়ায় মুনাজ ভাইএর কন্ঠে ভেসে আসছে...
বুঝে গেছি..ই ইই...ই.. আজ..জ... এজী..ব..অ অ অন...এর মানে..এ এ
বুঝেছি তোমার মন আমার মনেরে চুম্বকের মত টানে..এ এ এ..।।
শুধু কি তাই??
যে হাত ব্যাস্ত থাকতো সভা সেমিনারে অফিসিয়াল হ্যান্ডশেক করতে, আজ সে হাতএ রক্ত!! সে হাত আজ দেয়াল টপকাতে উস্তাদ, সময় অসময় দেয়াল টপকাতে গিয়েই হয় এই রক্তাক্ত কান্ড। এ রক্ত থামাতে কোনদিন বা বেধে দেয়া হয় রুমাল, কোনদিন বা ওড়নার ছিন্ন অংশ। মুনাজ ভাই আবার গান ধরেন...
এ হাতে লেগেছে তোমার হা আ আ ..ত
এ..তো সুখেন বন্যা, ন..অ অ য় রক্তপাত।
তোমার বাপে, বাপে তোমার ছিলো পাকা খেলোয়ার...
নাহলে ধরে কেমনে সকর চালাকি আমা.. আ. আর।
আমরা বালি... আহারে মুনাজ ভাই, আহারে গীটার!
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৫২