রাস্তায় ছিনতাই হতে দেখে আমি ছিনতাই মামলার সাক্ষী হলাম। ৯লক্ষ টাকা ছিনতাই হয়েছিল। আমি ব্যাংকে গিয়ে সিসি ক্যামেরা দেখে ছিনতাইকারী শনাক্ত করি।
অনেক বছর হল মামলার কোন খবর নেই। একদিন আমার নামে সাক্ষী ওয়ারেন্ট বের হল। আমার বাসায় পুলিশ আসে। আমাকে গ্রেফতার করে আদালতে উপস্থিত করা জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আমি বাসায় নেই। পুলিশ আমাকে গ্রেফতারে জন্য ব্যাপক হুমকি দিল পরিবারের লোকজনদের। গ্রেফতার এড়াতে রাতের মধ্যে টাকা দিতে হবে।
এক টাকাও না দিয় আমি আদালতে হাজির হলাম। যিনি ছিনতাইকারী তাকে আবারও প্রায় ৬বছর পর শনাক্ত করলাম। তারপর কত শত প্রশ্ন আমাকে।
সেই ছিনতাইকারী কি সাজা হয়েছিল আমার জানা নেই। একদিন দেখি সেই ছিনতাইকারী পান্থপথে আমার খুব কাছ দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে।
খুবই আয়েশি ভাবে সিগারেট খাচ্ছে। তিনি হাসি সাথে জানতে চাইলেন, আমি কতটা ভাল আছি?
আমি ভাল আছি, কিন্তু ঢাকাবাসী ভাল নেই। ঢাকায় প্রচুর পরিমাণ ছিনতাই বেড়ে গেছে পত্রিকা পড়ে জানলাম। প্রতিদিন ধানমন্ডিতে ছিনতাই হয়। কারা করে সবাই দেখে। কেউ থানায় যায় না। অস্থির সময়ে ছিনতাই বৈধ পেশা হয়ে গেল।
ভাল থাকুন ছিনতাইকারীরা। ভাল থাক ঢাকাবাসী।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭