রাতে হুট করে মাথা, গলা, হাত-পা ব্যাথা, গলায় কাটা লেগেছে কিংবা পরিবারের কেউ গুরুত্বর অসুস্থ। চিন্তা করছেন কি করবেন? ঔষধটা খেয়ে নিবেন নাকি একবার ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে নিবেন?
ডাক্তার পাবেন কোথায়?
আপনার এমন শত প্রশ্নের আন্তরিক জবাব মিলবে ১৬২৬৩ নাম্বারে ফোন করে।আমি বেশ কয়েকদিন ফোন দিয়েছি। ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবা মিলে এই নাম্বারে।
১৬২৬৩ ডায়াল করার পর, আপনার স্বাস্থ্য বিষয়ে পরামর্শের জন্য সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে 0 (শূন্য) চাপুন। আপনি যদি আপনার নিকটস্থ সরকারী হাসপাতাল, ডাক্তারের তথ্য কিংবা স্বাস্থ্যসেবা বিষয়ে কোন কিছু জানতে চান, তাহলে ১ চাপুন।
স্বাস্থ্য বাতায়ন কোন বানিজ্যিক সেবা নয় এবং এটি সবচেয়ে সাশ্রয়ী মূল্যে মোবাইল স্বাস্থ্যসেবা। এতে ফোন করতে প্রতিমিনিট ২.৩৭ টাকা চার্জ (ভ্যাটসহ) ও ১০ সেকেন্ড পালস প্রযোজ্য।
এই ফোনে ফোন দিয়ে যে শুধুই স্বাস্থ্য বিষয়ক তথ্য পাবেন তা নয়। প্রয়োজনে আপনি যদি কোন সরকারী-বেসরকারী হাসপাতাল সম্পর্কে অভিযোগ দিতে চান। তবে তাও দিতে পারবেন।
তাই নাম্বারটি সংরক্ষণে রাখুন আপনার সেলফোনে, মস্তিকে এবং পাশের জনকে জানিয়ে রাখুন। স্বাস্থ্যসেবার এক নাম্বার ১৬২৬৩।
সুস্থ থাকুন।রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা উপভোগ করুন।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৫