ভালোবাসা দিবস ২০১০ উপলক্ষে প্রকাশিত হলো সামহয়ারইন ব্লগের ব্লগারদের লেখার সঙ্কলন “ভালোবাসি"। অত্যন্ত অল্প সময়ের নোটিশে লেখা আহবানের কারণেই হয়তো আমরা আশানুরুপ সাড়া পাইনি, তবুও আপনাদের হাতে ছোট বড় মিলিয়ে ২৫টি লেখায় সমৃদ্ধ এই ষাট পৃষ্ঠার সঙ্কলনটি তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
সঙ্কলনটির সূচিপত্রে যথারীতি প্রতিটি লেখার লিঙ্ক যুক্ত করা হয়েছে। লেখার শিরোনামের বাম পাশের সংখ্যাটি পৃষ্ঠা নম্বর নির্দেশ করছে। প্রতিটি লেখার লেখক বা লেখিকার নামের ওপর ক্লিক করে তাঁদের ব্লগে যাওয়া যাবে। প্রতি পাতার নীচে গোল আইকনটিতে ক্লিক করে সূচিপত্রে ফেরত আসা যাবে। পাতার নীচে ডানদিকের সংখ্যাটি মূল পৃষ্ঠা নম্বর দেখাবে।
সঙ্কলনটির প্রকাশের সকল কৃতিত্ব সামহয়ারইন ব্লগের ব্লগারদের। তাদের উৎসাহ আর সহযোগিতার ফলেই আজ সফল ভাবে সঙ্কলনটি প্রকাশ করা সম্ভব হয়েছে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ।
বাংলায় ব্লগিং চর্চার এই সুযোগে বেরিয়ে এসেছে ব্লগারদের সুপ্ত লেখক প্রতিভা। সঙ্কলনের প্রতিটি লেখায় রয়েছে লেখকের স্বকীয় বৈশিষ্ট্যের প্রকাশ। ভালবাসার মত আবেগঘন বিষয়ে লেখাগুলোতে লেখকের লেখার সাবলীলতা আর স্বাচ্ছন্দ্য দেখে আমরা মুগ্ধ।
এবার আমরা একটু ভিন্ন আঙ্গিকে এই সঙ্কলনটি তৈরী করেছি। আনকোরা কিছু লেখা নিয়ে পিডিএফ আকারে প্রকাশীত হয়েছে এই সঙ্কলন। যেহেতু পিডিএফএ মন্তব্য করার সুযোগ নেই, কাজেই সঙ্কলন প্রকাশের পর ব্লগার তার ব্লগে লেখাটি প্রকাশ করতে পারবেন।
সঙ্কলনে স্থান পেয়েছে গল্প, কবিতা এবং তথ্যমূলক মোট ২৫টি লেখা।
আশা করি সঙ্কলনটি সকলের ভাল লাগবে।
সঙ্কলনটি ডাউনলোড করুন এখান থেকেঃ
ভালোবাসি (পিডিএফ আকারে) ২.১২ মেগাবাইট
ভালোবাসি (জিপ ফাইল আকারে) ২.০ মেগাবাইট
সবাইকে শুভেচ্ছা ... শুভ কামনা ...
~স্বপ্নজয়~, kisuna ও বাবুনি সুপ্তি