হুম ... স্বর্গের অপ্সরার মর্তের ধুলি কাদায় আগমন দিবস আজিকে। শুভ হোক তব জন্মদিন। অনাবিল হাসি খুশি আর আনন্দে ভরিয়া উঠুক তোর বাকি জীবন। আর ... রবি দাদুর আত্মা তোর মস্তিস্ক হইতে নিস্ক্রান্ত হোক
অপ্সরা - আদর করে যাকে 'বান্দরনী' ডাকি মাঝে মাঝে সামু ব্লগে আমার সবচাইতে কাছের, সব চাইতে আপন আপুনিটা। আজিব এক মেয়ে। স্বর্গের অপ্সরার মতই ধরা ছোঁয়ার বাইরে থাকতে পছন্দ করে। মাঝে মাঝেই গায়েব হয়ে যায় ব্লগ থেকে । অপ্সরার একটাই সমস্যা, ওর ঘাড়ে ভর করে আছে রবি দাদু আর নজরুলের কাকার আত্মা কথায় কথায় গান, আর গান যে কোন বিষয়ে কোন কথা বললেই সে গান লিখতে শুরু করে দেয় একবার ভুল করে নজরুল গীতিকে রবীন্দ্র সঙ্গীত বলাতে সে কি ঝারী আমাকে জলজ্যান্ত বিশ্বভারতী একটা
অপ্সরাকে কোন একটা ব্লগে যেন "কমপ্লিট প্যাকেজ" বলেছিলাম সাজুগুজু, রান্নাবান্না, ঘর সাজানো, নাচ, গান, গল্প লেখা - কোনটাতেই তার উৎসাহের কমতি নেই, আমি পারেও সব কিছু। একটা পিচ্চি মেয়ে (যদিও কোন ভাবের স্বিকার করেনা যে সে পিচ্চি ) কিভাবে এত কিছু করতে পারে আল্লাহ জানে। ওর হাতের কাজ গুলো দেখি আর ভাবি - কিভাবে সে এত কিছু পারে? আমি তো কিছুই পারিনা
অপ্সরা, আপুনিরে, তোর জন্য দোয়া করি সব সময়, অনেক ভাল থাকিস আপু, অনেক সুখে থাকিস। তোর পৃথিবীটাকে সাজিয়ে নিস তোর নিজের মত করেই। ভাইয়ার আদর তোর সাথে আছে সব সময়।