মানুষ মাত্রই সমস্যাগ্রস্থ- কম বা বেশি। একেক জনের একেক রকম সমস্যা। আর্থিক, শারীরিক, মানসিক, পারিবারিক, ব্যবসায়ীক, সামাজিক- এরক্ম বিভিন্ন সমস্যার আমরা আক্রান্ত। কিছু সমস্যা প্রকাশ্য কিছু গোপনীয়। মোটকথা সমস্যা নিয়েই আমাদের জীবন।
তবে একটা কথা আছে- "বার মুশকিল- তের আছান।" সব সমস্যারই সমাধান আছে।
যে কোন সমস্যায় পড়লে আমরা প্রথমে বিচলিত হয়ে পড়ি। অন্যের কাছে পরামর্শ চাই। আপনজনরা সাহায্য করে, পরামর্শ দেয়, সান্তনা দেয়।
তেমনি আমিও সমস্ত মানবজাতিকেই আপনজন জ্ঞান করি। কারো সমস্যা, দুঃখ-কস্ট দেখলে/শুনলে বিচলিত বোধ করি। কিন্তু আমার সাধ্য খুবই সীমিত তাই সেভাবে কাউকে আর্থিক সাহায্য করতে পারি না। কিন্তু আপনজনের ন্যায় সুপরামর্শ দেয়ার একটা বিশেষ ব্যবস্থা (গোপন) আমার আছে। তাই কেউ কোন সমস্যায় পড়লে আমাকে জানালে তাকে পরামর্শ দিতে পারি।
কিন্তু চিকিতসা এবং আইনী বিষয়ক কোন সমাধান দেয়া হয় না।
আপনার বা আপনার কোন স্বজনের সমস্যা আমাকে মেইল করুন (বাংলায়)। পরিচয় না জানালে সমস্যা নাই। ৪৮ ঘন্টায় একটা/একাধিক সমাধান পাবেন। পরামর্শ গ্রহন করা না করা আপনার ব্যাপার।
shipubd2000@yahoo.com
shipubd2000@yahoo.com
যেসব বিষয়ে সমাধান/পরামর্শ পাবেন-
১। প্রেম ঘটিত সমস্যা।
২। মন খারাপ
৩। ব্যবসা মন্দা
৪। পারিবারিক সমস্যা
৫। পেশাগত সমস্যা
এরকম অন্যান্য সমস্যা।
মেইলে যেসব জিনিস উল্লেখ করবেন-
*সমস্যার বিস্তারিত
*আপনার/আপনাদের বয়স
*আপনার গ্রামের বাড়ি যে জেলায় তার নাম
*বর্তমানে কোথায় থাকেন সে এলাকার নাম
*আপনার শিক্ষাগত যোগ্যতা
*পরিবারের ধরন
*আপনার নিজের সমাধান বা আপনার চাওয়া।
প্রয়োজনে আপনার কাছে প্রাসঙ্গীক তথ্য জানতে চেয়ে মেইল করা হতে পারে।
বিঃদ্রঃ *ফাইজলামী করলে তার সাথেও ফাইজলামী করা হবে।
* "সমাধান দিতে পারবই"- এমন নিশ্চয়তা নাই। তবে চেস্টা থাকবে।
* মেইল করার পর এই পোস্টে নক করে গেলে মেইল চেক করতে সুবিধা হবে। মেইল চেক করতে মনে থাকে না।
** কুনু টাহা পয়সা লাগবনা!!!


shipubd2000@yahoo.com
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ দুপুর ১:৪৫