পেয়েছি তোমায় আজিকে বধূ-
কাদিঁতেছ কেন শুধু শুধু?
সব মেয়েকেই ছাড়িতে হয় বাবা- মা এর ঘর।
স্বামীই আপন, স্বামীই সব, আগের সবাই পর।
থামাও ক্রন্দন- আজিকে বাসর রাত।
মানিতে আর চাহিছেনা মোর কাম-কামনার বাঁধ।
কত স্বপ্ন ,কত কল্পনা বাসা বাধিত এই মনে-
পেয়েছি তোমায়, মিটাইব সাধ,ছাড়িব না এই ক্ষণে।
মনে হইতেছে, কে যেন মোরে করিতেছে পিছু ধাওয়া।
এরাতে না পাইলে হবেনা বোধহয় আর কখনো পাওয়া।
তৃষিত হৃদয়, তৃষিত দেহ, ক্ষুধিত যৌবন-
দেখিতে আশা- যতনে লুকানো- তোমারি মৌবন।
সব ভুলে যাও- এসো মোর কাছে- স্বর্গের উপর চড়ি।
মধুর মিলনের সুখটাকে মোরা আজিকে রাতেই ধরি।
চাইছে এ দেহ মোর- রক্ত মাংসের স্বাদ।
ওগো বধু, এসো- অন্য কথা বাদ।।